Congress

Assembly Election 2022 Result: নিরাশ হলেও হতাশ নয় কংগ্রেস! ‘আত্মমন্থনে’ ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকছেন নেত্রী সনিয়া

ভোটের ফল ক্রমশ স্পষ্ট হতেই টুইট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘জনগণের রায়কে মেনে নিচ্ছি। জয়ীদের জন্য শুভেচ্ছা রইল। যে সকল কংগ্রেস কর্মী ভোটে নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন তাঁদের জন্য আমার কৃতজ্ঞতা রইল। হার থেকে শিক্ষা নিতে হবে এবং দেশের জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে।’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১৭:৪২
Share:

উত্তরপ্রেদেশে ভরাডুবিকে কী ভাবে দেখছেন সনিয়া-রাহুল? ফাইল ছবি

পাঁচ রাজ্যের ভোটে ফলে নিরাশ হলেও হতাশ নয় কংগ্রেস। ‘আত্মমন্থনে’-ই আগামিদিনে নতুন করে এগিয়ে চলার দিশা খুঁজবে তারা। খুব শীঘ্রই ওয়ার্কিং কমিটি বৈঠক ডেকে সেই ‘আত্মমন্থন’ চালানো হবে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা।

Advertisement

ভোটের ফল ক্রমশ স্পষ্ট হতেই টুইট করেন রাহুল গাঁধী। তিনি লেখেন, ‘জনগণের রায়কে মেনে নিচ্ছি। জয়ীদের জন্য শুভেচ্ছা রইল। যে সকল কংগ্রেস কর্মী ভোটে নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন তাঁদের জন্য আমার কৃতজ্ঞতা রইল। হার থেকে শিক্ষা নিতে হবে এবং দেশের জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে।’

বিকালে নাগাদ সাংবাদিক বৈঠকে কার্যত একই সুর ছিল রণদীপ সিংহ সুরজেওয়ালার গলায়। তিনি বলেন,‘‘জনগণের রায়কে আমাদের মেনে নিতে হবে। তবে এই পরাজয় কেন হল তা নিয়ে পর্যালোচনার প্রয়োজন। তাই খুব শীঘ্রই সভানেত্রী সনিয়া গাঁধী ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকবেন। সেই বৈঠকে আত্মমন্থন করা হবে।’’

Advertisement

পাঁচ রাজ্যেই ভোটের ফলে হাতের হাল বেহাল। হারের কারণ পৃথক পৃথক হলেও সাধারণ কিছু সমস্যা রয়েছে যেগুলি দূর করাকেই প্রাথমিক ভাবে গুরুত্ব দিতে চাইছে দল। উত্তরপ্রদেশে ২, পঞ্জাবে ১৮, গোয়া ১১, উত্তরাখণ্ডে ১৯ এবং মণিপুরে পাঁচটি আসনে জয় পেয়েছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন