—ফাইল চিত্র।
আনুষ্ঠানিক ভাবে জোটের কথা ঘোষণা করল কংগ্রেস ও সপা। রবিবার সন্ধ্যায় লখনউতে সাংবাদিক বৈঠক করে জোট ঘোষণা করলেন সপার উত্তরপ্রদেশ শাখার সভাপতি নরেশ উত্তম পটেল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর। অখিলেশ-প্রিয়ঙ্কা বৈঠকে যে রফাসূত্র বেরিয়েছিল বলে খবর, শেষ পর্যন্ত তাতেই জোট হল। ৪০৩ আসনের উত্তরপ্রদেশে ২৯৮টি আসনে প্রার্থী দিচ্ছে সপা। ১০৫টি আসনে লড়ছে কংগ্রেস।
যৌথ সাংবাদিক সম্মেলনে সপার তরফে নরেশ উত্তম পটেল বলেন, ‘‘দেশের উন্নতি এবং সংহতির লক্ষ্যে আমরা জোট বেঁধেছি। আমরা এই জোটের সাফল্য নিশ্চিত করব।’’ কংগ্রেসের তরফে রাজ বব্বর বলেন, ‘‘যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের যে আদর্শে রাহুল গাঁধী বিশ্বাসী, সেই আদর্শ এবং অখিলেশ যাদবের নেতৃত্ব মেনে নিয়ে আমরা জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছি।’’
গত কয়েকদিন ধরে তুমুল টানাপড়েনের মুখে ছিল সপা-কংগ্রেস জোট। আসন বণ্টন নিয়ে কংগ্রেসের ক্ষোভ থাকায়, জোট নিয়ে টানাপড়েন তৈরি হয়েছিল। কংগ্রেস ১২১টি আসন চেয়েছিল। কিন্তু অখিলেশ যাদব কংগ্রেসকে ৯০টির বেশি আসন ছাড়তে রাজি ছিলেন না। পরে তা বাড়িয়ে ৯৯টি আসন ছাড়তে রাজি হন অখিলেশ। সেই নিয়ে দু’দলের মধ্যে দর কষাকষি চলার মধ্যেই আচমকা প্রায় শ’দুয়েক আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেয় সপা। এই আসনগুলির মধ্যে এমন বেশ কিছু আসনও ছিল, যেগুলিতে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। জটিলতার শেষ অবশ্য এতেই নয়। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং সহ সভাপতি রাহুল গাঁধীর কেন্দ্র অমেঠি ও রায়বরেলীর মধ্যে যে ১০টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলির মধ্যে মাত্র ৩টি কংগ্রেসকে ছাড়া হবে বলে সপা জানিয়েছিল।
আরও পড়ুন: অখিলেশ-প্রিয়ঙ্কা বৈঠকে রফা, ১০৫ আসন ছেড়ে দিয়ে জোটের পথে সপা
সপার এই ঘোষণার পর জোটের সম্ভাবনা বিশ বাঁও জলে পড়ে যায়। জোট থাকছে কি না, তা নিয়ে দু’দলের নেতৃত্বই নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। তবে সপার তরফে অখিলেশ নিজে এবং কংগ্রেসের তরফে খোদ সনিয়া গাঁধী জট খুলতে সক্রিয় হন। সনিয়ার নির্দেশে অখিলেশের সঙ্গে বৈঠক করতে যান প্রিয়ঙ্কা গাঁধী। সেই বৈঠকেই সমাধানসূত্রের খোঁজ মিলেছে বলে শোনা যাচ্ছিল।
কংগ্রেস এবং সপা, দু’দলের তরফেই রবিবার সকাল থেকে জানানো হচ্ছিল, অখিলেশ আরও ৬টি অর্থাৎ মোট ১০৫টি আসন কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি হয়েছেন। বাকি ২৯৮টি আসনে সপা প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু অমেঠি-রায়বরেলির আসনগুলির বিষয়ে কী আলোচনা হল, সকালে তা স্পষ্ট ছিল না। রবিবার সন্ধ্যায় নরেশ উত্তম এবং রাজ বব্বরের যৌথ সাংবাদিক সম্মেলনের পর সপা তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, অমেঠি-রায়বরেলীর অন্তর্গত ১০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টিতে সপা প্রার্থী দিয়েছে। অর্থাৎ বাকি ৫টি কংগ্রেসের জন্য খালি রাখা হয়েছে। আগে সপা অমেঠি-রায়বরেলীর মাত্র ৭টি আসন নিজেরা নিয়ে ৩টি কংগ্রেসকে ছাড়তে চেয়েছিল।