গুজরাতেই হারাব, পণ রাহুলের

সামনে গুজরাত, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে নির্বাচন। এই পাঁচ রাজ্যের ভোটকে পাখির চোখ করেই এ বার মাঠে নামছেন রাহুল গাঁধী। সোমবার, ১ মে থেকেই গুজরাতের ভোটে প্রচার শুরু করে দিয়েছেন রাহুল। শুধু নিজে নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০৩:১৯
Share:

ফাইল চিত্র।

সামনে গুজরাত, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে নির্বাচন। এই পাঁচ রাজ্যের ভোটকে পাখির চোখ করেই এ বার মাঠে নামছেন রাহুল গাঁধী।

Advertisement

সোমবার, ১ মে থেকেই গুজরাতের ভোটে প্রচার শুরু করে দিয়েছেন রাহুল। শুধু নিজে নয়। রাহুল চাইছেন, দলের সব নেতাই এই রাজ্যগুলিতে প্রচারে যান। সেখানে গিয়ে পরিস্থিতি যাচাই করে, কী ভাবে একেবারে পঞ্চায়েত স্তর থেকে দলের সংগঠন মজবুত করা যায়, সে বিষয়েও পরামর্শ দিন।

কংগ্রেসের নেতারা মনে করছেন, এই রাজ্যগুলিতে অতীতে দল যখন ক্ষমতায় ছিল, সে সময় সংগঠনের নেতা-কর্মীদের অবহেলা করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে সংগঠনের সব স্তরে নির্বাচন সেরে ফেলা হবে। সেই এ বিষয়ে খুব শীঘ্রই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিরও বৈঠক ডাকা হবে।

Advertisement

উত্তরপ্রদেশের ভরাডুবির দু’মাস পর গত কাল থেকে ফের প্রচার শুরু করলেন রাহুল। নরেন্দ্র মোদীর কাছ থেকে ‘গরিব’-তাস ছিনিয়ে নিতে রাহুল বেছে নেন গুজরাত-মহারাষ্ট্র সীমানার প্রত্যন্ত এলাকা। যেখানে আদিবাসীরা এখনও দারিদ্রের শিকার। মঞ্চে ওঠার আগে দেব মোগরা মাতাজি মন্দিরে পুজো দেন।

গুজরাতেই বিজেপিকে হারানোর ডাক দিয়ে রাহুল বলেন, ‘‘এখানে কংগ্রেস পুরোদমে লড়বে এবং মোদীকে হারিয়ে দেখাবে।’’ ‘ভাইব্র্যান্ট গুজরাত’-কে নিশানা করে রাহুল বলেন, এই সম্মেলন করে মাত্র ১০-১৫ জনেরই পকেট ভরে, যাঁরা মোদীর বিপণনের রসদ জোগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন