Priyanka Gandhi Vadra

প্রিয়ঙ্কাকে নিয়ে জল্পনার মধ্যেই কংগ্রেসের বৈঠক

কংগ্রেসের নেতাদের মতে, প্রিয়ঙ্কা এখন এআইসিসি-র অন্যতম সাধারণ সম্পাদক। প্রথমে উত্তরপ্রদেশের দায়িত্বে থাকলেও এখন তিনি কোনও দায়িত্বে নেই। কংগ্রেসের নির্বাচন পরিচালনা দফতর গঠন করে তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৯:১০
Share:

প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। — ফাইল চিত্র।

প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে কি নতুন বছরে কংগ্রেসের সংগঠনে নতুন ভূমিকায় দেখা যাবে— এই নিয়ে দলের মধ্যে প্রবল জল্পনার মধ্যেই শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে। কংগ্রেস সূত্রের খবর, বিহারের বিধানসভা ভোটে বিরোধী জোটের হারের পরে এই প্রথম বৈঠক বসছে ওয়ার্কিং কমিটির। সামনে কেরল, অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় নির্বাচনী কৌশলের প্রসঙ্গ আসবে। সংসদের শীতকালীন অধিবেশনে প্রিয়ঙ্কাকে যে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল, তার পর থেকেই তিনি কংগ্রেসের সংগঠনে নতুন দায়িত্বে আসবেন বলে জল্পনা তৈরি হয়েছে।

কংগ্রেসের নেতাদের মতে, প্রিয়ঙ্কা এখন এআইসিসি-র অন্যতম সাধারণ সম্পাদক। প্রথমে উত্তরপ্রদেশের দায়িত্বে থাকলেও এখন তিনি কোনও দায়িত্বে নেই। কংগ্রেসের নির্বাচন পরিচালনা দফতর গঠন করে তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে গান্ধী পরিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইউপিএ সরকারের তৈরি মনরেগা-র খোলনলচে বদলে মোদী সরকার যে বিকশিত ভারত-জি রাম জি আইন নিয়ে এসেছে, তার বিরুদ্ধে কী ভাবে দেশ জুড়ে আন্দোলন তৈরি করা যায়, তা নিয়ে শনিবার ওয়ার্কিং কমিটিতে আলোচনা হবে। এই সময় আন্দোলন গড়ে তোলা কঠিন বলে মানলেও কংগ্রেস শিবিরের আশঙ্কা হল, মোদী সরকার মনমোহন সিংহ-সনিয়া গান্ধীর ইউপিএ সরকারের উত্তরাধিকার মুছে দিতে চাইছে। তাই একের পর এক ইউপিএ সরকারের প্রকল্প বা আইন লঘু করা হচ্ছে, নাম বদল হচ্ছে। আজ প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গেরা মনমোহনের উত্তরাধিকারের কথা স্মরণ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন