Police Uniform

গায়ে উর্দি চাপিয়ে স্ত্রীকে ভিডিয়ো কল চোরের! ধৃতের কাণ্ড জানাজানি হতেই নিলম্বিত কনস্টেবল

গ্রেফতারের পরে অভিযুক্তকে হোটেলের ঘরে আটকে দরজা বাইরে থেকে বন্ধ করে নিজেদের কেনাকাটি করতে যান পুলিশকর্মীরা। এক কনস্টেবলের উর্দি সেই সময় হোটেলের ঘরের ভিতরেই ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৭:১৫
Share:

পুলিশের উর্দি গায়ে চাপালেন অভিযুক্ত। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চুরির অভিযোগে গ্রেফতার হন। পুলিশি হেফাজতে ছিলেন। সেই অবস্থাতেই পুলিশের উর্দি গায়ে চাপিয়ে ছবি তোলেন। স্ত্রীকে ভিডিয়ো কলও করেন অভিযুক্ত। বিষয়টি জানাজানি হতেই বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ। এ বার ওই ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে নিলম্বিত (সাসপেন্ড) করা হল বেঙ্গালুরুতে।

Advertisement

ঘটনাটি প্রায় এক বছর আগের। কিন্তু ওই সময় কারও নজরেই বিষয়টি আসেনি। পরে ওই একই ব্যক্তি ফের গ্রেফতার হন অন্য এক মামলায়। তখন তাঁর মোবাইলে পুলিশের উর্দি পরা ওই ছবি পাওয়া যায়। এর পরেই পৃথক ভাবে একটি তদন্ত শুরু হয়। তাতেই ধরা পড়ে গোটা বিষয়টি।

গত বছর বেঙ্গালুরু পুলিশ সালেম শেখ ওরফে ‘বম্বে সালেম’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ৫০টিরও বেশি চুরির মামলা রয়েছে। চুরি হওয়া শাড়ি, গয়না এবং অন্য মূল্যবান জিনিসপত্র-সহ সালেমকে পাকড়াও করেন বেঙ্গালুরুর গোবিন্দপুরা থানার পুলিশকর্মীরা। তাঁকে সাময়িক ভাবে একটি হোটেলে বন্দি করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই সময়েই সালেমকে হোটেলের ঘরে আটকে দরজা বাইরে থেকে বন্ধ করে নিজেদের কেনাকাটি করতে যান কনস্টেবল এইচ আর সোনার এবং অপর এক পুলিশকর্মী। কনস্টেবলের উর্দিও সেই সময় হোটেলের ঘরের ভিতরেই ছিল। ওই সময়েই হোটেলের ঘরে একা থাকাকালীন এই কাণ্ড ঘটান সালেম। কনস্টেবলের উর্দি গায়ে চাপিয়ে স্ত্রীকে ভিডিয়ো কল করেন তিনি। মোবাইলে ছবিও তোলেন।

Advertisement

তখন বিষয়টি কিছু জানা না-গেলেও গত মে মাসে ফের এক চুরির মামলায় গ্রেফতার হন সালেম। ওই সময় তাঁর মোবাইলের তথ্য যাচাই করার সময় উর্দি পরা ছবিগুলি খুঁজে পান তদন্তকারীরা। এর পরেই শুরু হয় বিভাগীয় তদন্ত। বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) বি দেবরাজ জানান, গত বছর হোটেলের ঘরে বন্দি থাকাকালীন কনস্টেবলের উর্দি পরেছিলেন অভিযুক্ত। কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই কনস্টেবলকে নিলম্বিত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement