খারাপ হওয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত।
অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল মুখ্যমন্ত্রীর কনভয়। মাঝরাস্তায় আচমকাই ঝাঁকুনি দিয়ে খারাপ হয়ে যায় ওই কনভয়ে থাকা ১৯টি গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল পড়ল মধ্যপ্রদেশে।
শুক্রবার এই দুর্ঘটনার কবলে পড়েন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রতলামে একটি অনুষ্ঠানে যোগ দিতে কনভয় নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই ঘটনাটি ঘটে। পর পর খারাপ হয়ে যায় কনভয়ের সব ক’টি গাড়িই।
প্রশাসনিক সূত্রে খবর, এই ঘটনার পর ঘটনাস্থলে আরও গাড়ি আনিয়ে মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। পাশাপাশিই, খারাপ হয়ে যাওয়া গাড়িগুলির চালকেরা বুঝতে পারেন, গাড়ির ডিজ়েলে বোধহয় জল মেশানো রয়েছে। শুভম বর্মা নামে এক চালক বলেন, ‘‘প্রথমে একটা-দুটো গাড়িতে ঘটনাটি ঘটে। এর পর সব ক’টা গাড়িই খারাপ হয়ে যায়। কাছের একটা পেট্রল পাম্প থেকে সব ক’টা গাড়িতে ডিজ়েল ভরানো হয়েছিল। আমরা পেট্রল পাম্পের কর্মীদের জিজ্ঞাসা করেছিলাম। ওর তখন অস্বীকার করে। কিন্তু পরে স্থানীয় এক জন ওই পেট্রল পাম্প থেকে ডিজ়েল কিনেছিলেন। বোতলে করে নিয়ে যাচ্ছিলেন। দেখা যায়, ওই দোকানের ডিজ়েলে জল মেশানো রয়েছে।’’
পরে সরকারের সংশ্লিষ্ট দফতর ওই পেট্রল পাম্প থেকে নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করে। তাতেও দেখা যায়, ডিজ়েলে জল রয়েছে। খাদ্য দফতরের আধিকারিক আনন্দ গোলে বলেন, ‘‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কতটা জল মেশানো রয়েছে, তা স্পষ্ট নয়। ওদের ডিজ়েল ভান্ডার দেখছি আমরা। পরে রিপোর্ট দেওয়া হবে।’’ আপাতত পেট্রল পাম্পটিকে সিল করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।