বৈঠক ডেকে বিতর্কে পিসিআই

প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) পুরোপুরি গঠন না করেই কী ভাবে মাত্র কয়েক জন সদস্যকে নিয়ে এর বৈঠক ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলল বিভিন্ন সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৪:১৪
Share:

সং‌বাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বিরোধী দল ও সাংবাদিক সংগঠনের সংঘাতের মধ্যেই নতুন বিতর্ক। প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) পুরোপুরি গঠন না করেই কী ভাবে মাত্র কয়েক জন সদস্যকে নিয়ে এর বৈঠক ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলল বিভিন্ন সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন। প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া-র বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই বৈঠক স্থগিত করার দাবি তুলেছে তারা। সরকারকে প্রয়োজনে হস্তক্ষেপ করার জন্যও আর্জি জানানো হয়েছে।

Advertisement

দিল্লি হাইকোর্টের রায়ে পিসিআই-এর মনোনয়নের প্রক্রিয়া স্থগিত রয়েছে। এরই মধ্যে পিসিআই-এর চেয়ারম্যান (পাঁচ সাংসদ ও তিন সরকারি আধিকারিক) আট সদস্যকে নিয়ে বৈঠক ডেকেছেন। অথচ সংবাদমাধ্যমের থেকে আসা পিসিআই-এর বাকি ২০ সদস্যের নাম ঠিক হয়নি। এই পরিস্থিতিতে কেন বৈঠক ডাকলেন চেয়ারম্যান, প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়া নিউজপেপার এডিটরস কনফারেন্স, ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন, ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি, ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস(ইন্ডিয়া)-সহ বেশ ক’টি সংগঠন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন