National News

‘নিখোঁজ’ নিহতের ভাই, সংঘর্ষ ঘিরে প্রশ্ন

কাশ্মীরের পুলওয়ামায় কাল রাতের সংঘর্ষ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কাকাপোরার ওই সংঘর্ষে নিহত বিলাল আহমেদ গনাইয়ের পরিবারের দাবি, বিলালের সঙ্গে ছিলেন তাঁর ভাই মেহরাজউদ্দিনও। কিন্তু তিনি নিখোঁজ। স্থানীয় বাসিন্দাদের একাংশের আরও দাবি, সংঘর্ষের ১৫-২০ মিনিট পরে বিলালকে গুলি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৩:৪৫
Share:

কাশ্মীরের পুলওয়ামায় কাল রাতের সংঘর্ষ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কাকাপোরার ওই সংঘর্ষে নিহত বিলাল আহমেদ গনাইয়ের পরিবারের দাবি, বিলালের সঙ্গে ছিলেন তাঁর ভাই মেহরাজউদ্দিনও। কিন্তু তিনি নিখোঁজ। স্থানীয় বাসিন্দাদের একাংশের আরও দাবি, সংঘর্ষের ১৫-২০ মিনিট পরে বিলালকে গুলি করা হয়েছে।

Advertisement

সেনা জানিয়েছে, গত কাল রাতে পুলওয়ামার কাকাপোরায় সেনার শিবির লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। তাতে বিক্রম সিংহ নামে এক জওয়ান নিহত হন। টাটা সুমো চালিয়ে সেই সময়েই ঘটনাস্থলে এসে পড়েন বিলাল। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে নিহত হন তিনিও। অন্ধকারে গা ঢাকা দেয় জঙ্গিরা। আজ বিলালের বাবা মহম্মদ রমজান গনাই ফোনে বলেন, ‘‘বিলালের সঙ্গে মেহরাজউদ্দিনও ছিল। নরওয়াহ এলাকায় ওদের একটা পোলট্রি ফার্ম আছে। সেখান থেকে রাতে আমাদের ডৌগামের বাড়িতে ফিরছিল ওরা। মেহরাজের খোঁজ না দিলে বিলালের দেহ ফেরৎ নেব না।’’ কাকাপোরার বাসিন্দাদের একাংশের দাবি, সেনা শিবিরে হামলার ১৫-২০ মিনিট পরে তাঁরা ফের গুলির শব্দ শুনতে পেয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে বিলালকে সংঘর্ষের পরে গুলি করা হয়েছে কিনা? পুলওয়ামা পুলিশ জানিয়েছে, মেহরাজউদ্দিন কোথায় তা জানতে তদন্ত শুরু হয়েছে।

রাতে অনন্তনাগে এক প্রাক্তন মন্ত্রীর বাড়ির রক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জঙ্গিরা। রক্ষী সতর্ক থাকায় চেষ্টা ব্যর্থ হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন