Coronavirus

চিকিৎসাকেন্দ্রের ভিডিয়ো নিয়ে বিতর্ক

ফেসবুকে অব্যবস্থার বর্ণনা দেওয়ার সময়ে গর্ভস্থ সন্তানের কথা ভেবে কেঁদেও ফেলেন মহিলা। পরে তিনি জানান, রাজ্য সরকার  আবেদনে সাড়া দিয়ে তাঁকে জিবি হাসপাতালে নিয়ে এসেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ০৬:৩৭
Share:

প্রতীকী ছবি

ত্রিপুরার ভগৎ সিংহ যুব আবাস কোভিড কেয়ার সেন্টারের অব্যবস্থার কথা ফেসবুক লাইভে তুলে ধরেছিলেন এক অন্তঃসত্ত্বা। তা নিয়ে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর।

Advertisement

ফেসবুকে অব্যবস্থার বর্ণনা দেওয়ার সময়ে গর্ভস্থ সন্তানের কথা ভেবে কেঁদেও ফেলেন মহিলা। পরে তিনি জানান, রাজ্য সরকার আবেদনে সাড়া দিয়ে তাঁকে জিবি হাসপাতালে নিয়ে এসেছেন। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দাবি করেন, ওই অন্তঃসত্ত্বা প্রচার পাওয়ার জন্যই ফেসবুক লাইভে বিষয়টি জানিয়েছেন। ওই মহিলা ফের ফেসবুকেই ভিডিয়ো পোস্ট করে জানান, তিনি কেবল ওই কোভিড কেয়ার সেন্টারের অব্যবস্থার কথাই তুলে ধরতে চেয়েছিলেন।

এরই মধ্যে ভগৎ সিংহ কোভিড কেয়ার সেন্টারের অবস্থা খতিয়ে দেখতে গিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বিজেপি বিধায়ক ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ। গত কালই সুদীপবাবুকে লেখা পশ্চিম জেলার জেলাশাসকের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে কোভিড কেয়ার সেন্টারে যাওয়ার জন্য সুদীপবাবুকে কোয়রান্টিনে যেতে বলা হয়েছে। সুদীপবাবু জানিয়েছেন, ওই চিঠি আনুষ্ঠানিক ভাবে তাঁর কাছে পৌঁছয়নি। তবে তিনি পাল্টা চিঠি জেলাশাসককে পাঠিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি কোভিড কেয়ার সেন্টারে গিয়েছিলেন। বর্মবস্ত্র পরেই সেখানে ঢুকেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement