আবার বিতর্কে জাইরা

এক দিকে নিজের রাজ্যে হুমকি আর বিক্ষোভ, অন্য দিকে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে বিতর্কিত টুইট। পর্দার চেয়ে বাস্তবের ‘দঙ্গল’ ক্রমশ বেশি কঠিন হয়ে উঠছে জাইরা ওয়াসিমের জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০৩:১৪
Share:

এক দিকে নিজের রাজ্যে হুমকি আর বিক্ষোভ, অন্য দিকে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে বিতর্কিত টুইট। পর্দার চেয়ে বাস্তবের ‘দঙ্গল’ ক্রমশ বেশি কঠিন হয়ে উঠছে জাইরা ওয়াসিমের জন্য।

Advertisement

মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার জেরে জাইরাকে প্রথমে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা হতে হয়েছিল। জাইরা ক্ষমা চাইলেও যে বিষয়টা মেটেনি, সেটা প্রমাণ হয়ে গেল আজ। শুক্রবার পুরনো শ্রীনগরের নওহাট্টা এবং লাগোয়া কিছু এলাকায় জাইরার কুশপুতুল পোড়ানো হয়। মুখ ঢাকা কিছু যুবক পাকিস্তানের পতাকা নিয়ে পোস্টার দেখায়, যাতে লেখা আইএস জাইরাকে খতম করবে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

এ দিনই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও বিতর্কে জড়িয়েছে জাইরা। কেন? এক জনের মাথায় হিজাব আর এক জন খাঁচায় বন্দি। দুই মেয়েকে নিয়ে আঁকা এমন একটি ছবি দেখে মন্ত্রী বিজয় গয়ালের মনে হয়েছে এটা জাইরার কাহিনি। তিনি সে কথা টুইট করেছেন। জাইরা প্রতিবাদ করে বলেছে, এই ছবির সঙ্গে তার জীবনের কোনও মিল নেই। ব্যাপারটা বেশ অসৌজন্যের। হিজাব পরাটাও কিছু অসুন্দর বা পরাধীনতার নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement