Jamia Milia Islamia University

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্রীর সঙ্গে আপত্তিকর ব্যবহার, গ্রেফতার হস্টেলের রাঁধুনি!

‘গন্ডগোলের’ সূত্রপাত রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মূল গেট দিয়ে বাইরে বেরোচ্ছিলেন ওই ছাত্রী। সেই সময় তাঁকে ‘আপত্তিকর ভাবে স্পর্শ’ করেন এক যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:৪৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে এক কাশ্মীরি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হস্টেলের রাঁধুনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ‘গন্ডগোলের’ সূত্রপাত রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মূল গেট দিয়ে বাইরে বেরোচ্ছিলেন ওই ছাত্রী। সেই সময় তাঁকে ‘আপত্তিকর ভাবে স্পর্শ’ করেন এক যুবক। ওই ছাত্রী চিৎকার-চেঁচামেচি করার পরে কয়েক জন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধরে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি গড়ায় থানাপুলিশ পর্যন্ত।

পুলিশি তদন্তে উঠে আসে, অভিযুক্ত আর কেউ নন, তিনি জামিয়া মিলিয়ার হস্টেলের এক রাঁধুনি। জামিয়া নগর থানার পুলিশ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের ঠিক বাইরে। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন কাশ্মীরি ছাত্রীটি।

Advertisement

২৪ বছরের ওই ছাত্রীর অভিযোগ, তাঁর সঙ্গে জেনেবুঝে দুর্ব্যবহার করেছেন অভিযুক্ত। রবিবার রাতেই অভিযুক্তকে আটক করেছিল পুলিশ। মৌখিক ভাবে অভিযোগ জানানোয় অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়নি সোমবার সকাল পর্যন্ত। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাঁধুনির বিরুদ্ধে এফআইআর হয়েছে। গ্রেফতার হন রাঁধুনি। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement