বোমা কাঁধে দৌড় পুলিশের

শুক্রবার এই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের চিতোরা গ্রাম। স্থানীয় থানার ওই নির্ভীক হেড-কনস্টেবলের নাম অভিষেক পটেল। এমন সাহসিকতার জন্য তাঁর নেতৃত্বে থাকা পুরো পুলিশ দলটিকেই পুরস্কৃত করবে প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ০৩:৫৭
Share:

কাঁধে বোমা নিয়ে জোরে জোরে হাঁটছেন অভিষেক পটেল।

কাঁপছে স্কুল। কিন্তু পুলিশকর্মীটিপ্রায় ফুটখানেক লম্বা আর ১০ কেজির বোমাটা কাঁধে তুলে লাগালেন ছুট। দমবন্ধ সেই দৌড় থামল গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে। স্বস্তি ফিরল পড়ুয়াদের। মাস্টারমশাইরা তখনও ভাবছেন— বোমাটা এখানে ফাটলে যে কী হতো!

Advertisement

শুক্রবার এই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের চিতোরা গ্রাম। স্থানীয় থানার ওই নির্ভীক হেড-কনস্টেবলের নাম অভিষেক পটেল। এমন সাহসিকতার জন্য তাঁর নেতৃত্বে থাকা পুরো পুলিশ দলটিকেই পুরস্কৃত করবে প্রশাসন। কিন্তু প্রশ্ন, বোমা নিষ্ক্রিয় করার এমন ফিল্মি উপায় হঠকারিতা নয় কি? পটেলের দাবি, ‘‘সঙ্গে বম্ব স্কোয়াড ছিল না বলে সেই মুহূর্তে আমার মাথায় বিকল্প ভাবনা আসেনি। প্রশিক্ষণের সময় শিখেছিলাম, জনবহুল এলাকা থেকে ৫০০ মিটার দূরে গিয়ে বোমা ফাটালে বিপদের ভয় থাকে না। সে দিন ওটাই করছি।’’ সরকারি ওই স্কুলটিতে ক্লাস চলাকালীন জানা যায়, পিছন দিকের মাঠে বোমা পড়ে। তা পুলিশকে জানায় স্কুল। অল্প সময়েই ঘটনাস্থলে তারা। তার পরেই ওই রুদ্ধশ্বাস ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন