গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয়ী একাদশে সম্ভবত পরিবর্তন করবেন না গৌতম গম্ভীর। অসুস্থতার জন্য অক্ষর পটেল সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। বুধবারও সম্ভবত পারিবারিক সমস্যার কারণে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ।
পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বুধবার লখনউয়ে জিতলেই সিরিজ় জয় নিশ্চিত হয়ে যাবে সূর্যকুমার যাদবদের। এই পরিস্থিতি পরীক্ষা পথে যাবেন না গম্ভীর। বুধবার ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারলে পঞ্চম ম্যাচে প্রথম একাদশের নিয়মিত দু’এক জনকে বিশ্রাম দিতে পারেন। তবে এই ম্যাচেও ক্রিকেট মহলের নজর থাকবে অধিনায়কের ব্যাটিং ফর্মের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের ফর্মে ফেরার সময় দ্রুত কমছে। ভারতীয় শিবির না মানতে চাইলেও উদ্বেগ বাড়ছে। লখনউয়ের মাঠ দক্ষিণ আফ্রিকার বেশ কয়েক জন ক্রিকেটারের পরিচিত। এডেন মার্করামেরাও সমতা ফেরাতে মরিয়া থাকবেন। তাই লড়াই সহজ না-ও হতে পারে।
লখনউয়ের ২২ গজ সাধারণত স্পিন বোলারদের সাহায্য করে। থাকবে শিশিরের সমস্যাও। তাই টস গুরুত্বপূর্ণ হবে। তবু প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। এক জন সিমার অলরাউন্ডার কমিয়ে স্পিন অলরাউন্ডারকে খেলানো হতে পারে। ওপেন করবেন অভিষেক শর্মা এবং শুভমন গিল। তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে ফর্মে থাকা তিলক বর্মাকে। চার নম্বরে আসতে পারেন সূর্যকুমার। পাঁচ নম্বরে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে। ২২ গজের কথা মাথায় রেখে শিবম দুবের পরিবর্তে সম্ভবত তাঁকে খেলানো হবে। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে থাকবেন সম্ভবত হার্দিক পাণ্ড্য। উইকেটরক্ষক হিসাবে এই ম্যাচেও খেলার সম্ভাবনা জিতেশ শর্মার। তিনি ব্যাট করবেন সাত নম্বরে।
প্রথম একাদশের শেষ চারটি জায়গা বোলারদের জন্য। ব্যাটিং অর্ডারের আট থেকে ১১ নম্বর পর্যন্ত পর পর আসবেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।