National News

বাজনা আর খাবার তৈরি চলছে এক হাতেই! হকারের এই ভিডিয়ো ভাইরাল

তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের ব্রুকফিল্ড মলের সামনে এ ভাবেই কর্ন বিক্রি করতে করতে মনোরঞ্জন ক্রেতাদের করছেন ওই হকার। আর গ্রাহকদের কাছে এটা যেন উপরি পাওনা। কার্তিক শ্রীনিবাসন নামে এক ব্যক্তি সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করা মাত্রই সেটা ভাইরাল হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ১৯:৫০
Share:

এই সেই বিক্রেতা।

তিনি সুইট কর্নও বেচেন, আবার মিউজিকও শোনান। না, কোনও রেকর্ড করা মিউজিক নয়, কর্ন বানাতে যে পাত্র ব্যবহার করেন, সেই পাত্রেই চামচ দিয়ে নানা রকম সুর তুলে চলেছেন তিনি। আর ক্রেতারা মনোযোগ দিয়ে তা শুনছেন।

Advertisement

তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের ব্রুকফিল্ড মলের সামনে এ ভাবেই কর্ন বিক্রি করতে করতে মনোরঞ্জন ক্রেতাদের করছেন ওই হকার। আর গ্রাহকদের কাছে এটা যেন উপরি পাওনা। কার্তিক শ্রীনিবাসন নামে এক ব্যক্তি সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করা মাত্রই সেটা ভাইরাল হয়ে যায়।

শুধু ভাইরালই নয়, সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসিতও হয়েছে তাঁর এই কর্মকীর্তি। গত রবিবার ভিডিয়োটি শেয়ার করেন কার্তিক। ইতিমধ্যেই সেটা তিন লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছে। এঁদের মধ্যে এক জন যেমন বলেছেন, একেবারে আলাদা ভাবেই কর্ন তৈরি করেন ওই হকার। তাঁর মেয়ে তো ওই মিউজিক শোনার টানেই বার বার কর্ন খেতে যায়!

Advertisement

দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: বাইক কিনে দেয়নি মা, আত্মঘাতী ছেলে, শেষকৃত্যের আগে আত্মহত্যা করলেন মা-ও!

আরও পড়ুন: অষ্টমীর রাতে প্যান্ডেলে ঢুকে খুন, গুলি-বোমায় পণ্ড ইলাহাবাদের দুর্গাপুজো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement