Coronavirus

শিবির না চিড়িয়াখানা? অস্বস্তিতে যোগী সরকার

ওই কোয়রান্টিন শিবিরের দু’টি ভিডিয়ো সামনে আসার পরে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখানে থাকা করোনা-আক্রান্তদের সঙ্গে কার্যত চিড়িয়াখানার পশুদের মতো ব্যবহার করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০৫:০০
Share:

ভাইরাল হওয়া সেই ভিডিয়ো।

সবুজ রঙের বিরাট গেট তালাবন্ধ। বর্মবস্ত্র বা পিপিই পরিহিত এক ব্যক্তি বাইরে থেকে গেটের সামনে ছুড়ে দিচ্ছেন কয়েকটি বিস্কুটের প্যাকেট। বন্ধ গেটের সামনে রাখা হচ্ছে এক পেটি বোতলবন্দি খাবার জল, রাখা হল কিছু খাবারও। বন্ধ গেটের ফাঁক দিয়ে কোনওক্রমে হাত বাড়িয়ে জলের বোতল, খাবার সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়লেন ভিতরে থাকা লোকজন। ২৫ সেকেন্ডের এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এটি তোলা হয়েছে উত্তরপ্রদেশের আগরা সারদা গ্রুপ অব ইনস্টিটিউটে। বর্তমানে সেটি কোয়রান্টিন শিবির। এর পরেই যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করেছেন বিরোধীরা।

Advertisement

ওই কোয়রান্টিন শিবিরের দু’টি ভিডিয়ো সামনে আসার পরে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখানে থাকা করোনা-আক্রান্তদের সঙ্গে কার্যত চিড়িয়াখানার পশুদের মতো ব্যবহার করা হচ্ছে। এর পরেই আগরার জেলাশাসক প্রভু নারায়ণ সিংহ ওই কোয়রান্টিন সেন্টারে যান এবং সেখানে থাকা আক্রান্তদের জন্য খাবার ও পানীয় জলের বন্দোবস্ত করেন। তিনি বলেন, ‘‘চিফ ডেভেলপমেন্ট অফিসারকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে।’’ আগরায় প্রতিদিনই বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আগরার মেয়র নবীন জৈন জানিয়েছে, আগরার পরিস্থিতি ভয়ঙ্কর। দ্রুত পদক্ষেপ না-করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সরব হয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও।

সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তাঁর সরকার সাফল্যের সঙ্গে করোনা মোকাবিলা করছে। সারদা গ্রুপ অব ইনস্টিটিউটের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাঁর টুইট, ‘‘আগরার পরিস্থিতি মারাত্মক। মেয়র পর্যন্ত বলছেন, উপযুক্ত পদক্ষেপ না-করলে অবস্থা আয়ত্তের বাইরে চলে যাবে। করোনা নিয়ে রাজ্য সরকারের স্বচ্ছতা বজায় রাখতে হবে। করোনা-আক্রান্তদের জন্য সুবন্দোবস্ত ও সুচিকিৎসার ব্যবস্থা করা জরুরি।’’

Advertisement

আরও পড়ুন: চিন্তার কারণ পুণে, স্বস্তি উত্তর-পূর্বে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement