Coronavirus in India

Coronavirus in India: করোনা: নজরদারি নর্দমার জলেও

৭ থেকে ১১ বছর বয়সিদের জন্য কোভোভ্যাক্স টিকার আপৎকালীন ব্যবহারে ইতিমধ্যেই সায় দিয়েছে ডিসিজিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ০৭:৩২
Share:

ফাইল চিত্র।

দেশে করোনা বাড়তে শুরু করায় সমস্ত রাজ্যকে পরীক্ষা বাড়াতে ও নর্দমার জলে নজরদারি চালাতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। আজ পাঠানো চিঠিতে তিনি আরও বলেন, প্রত্যেক আন্তর্জাতিক উড়ানের দুই শতাংশ যাত্রীর আরটি-পিসিআর করতে হবে। পজ়িটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং হবে।

Advertisement

৭ থেকে ১১ বছর বয়সিদের জন্য কোভোভ্যাক্স টিকার আপৎকালীন ব্যবহারে ইতিমধ্যেই সায় দিয়েছে ডিসিজিআই। আঠারো বছরের বেশি বয়সিদের জন্য ভারতে তৈরি প্রথম এমআরএনএ টিকার আপৎকালীন ব্যবহারেও ছাড় মিলেছে। পুণের জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস তৈরি করেছে এমআরএনএ প্রতিষেধকটি। গত কাল রাতে সেটির দু’টি ডোজ় প্রয়োগের অনুমোদন এসেছে। এই ধরনের টিকা হিমাঙ্কের নীচে সংরক্ষণ করতে হয়। তবে এটি ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সংরক্ষণ করা যেতে পারে বলে জানানো হয়েছে। গত মার্চে ১২ থেকে ১৭ বছর বয়সিদের জন্য কোভোভ্যাক্স ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছিল। এ বার তা কিছু শর্তসাপেক্ষে আরও ছোটদের জন্যও চালু হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন