Coronavirus in India

করোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব

বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন অখিলেশ যাদব। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলবে বলেও জানিয়েছেন অখিলেশ।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১০:৪১
Share:

ছবি: সংগৃহীত।

করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি (সপা)-র নেতা অখিলেশ যাদব। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন অখিলেশ। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

বুধবার টুইটারে অখিলেশ লিখেছেন, ‘এইমাত্র করোনার রিপোর্ট পজিটিভি এসেছে। সকলের থেকে আলাদা থেকে বাড়িতেই চিকিৎসা শুরু করছি। গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব যেন নিজেদের পরীক্ষা করিয়ে নেন। তাঁদের প্রত্যেকেই আইসোলেশনে থাকারও আর্জি জানাব’।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল অখিল ভারতীয় অখণ্ড পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অখিলেশ। পরে জানা যায়, মহন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও কী ভাবে অখিলেশ সংক্রমিত হলেন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন