Feluda

এ মাসেই বাজারে আসছে ‘ফেলুদা’

আগামী দিনে সংক্রমণ খোঁজার প্রশ্নে ওই ফেলুদা স্ট্রিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ০৬:০৩
Share:

‘ফেলুদা’ স্ট্রিপ হাতে আইজিআইবি-এর বাঙালি বিজ্ঞানী দেবজ্যোতি চক্রবর্তী। ছবি: রয়টার্স।

এ মাসেই বাজারে আসতে চলেছে করোনা পরীক্ষার পেপার স্ট্রিপ ‘ফেলুদা’, যে স্ট্রিপের মাধ্যমে আধ ঘণ্টায় জানা সম্ভব কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে কি না। ভারতের মতো দেশে অধিকাংশ মানুষই এখনও সংক্রমণের পরিধির বাইরে রয়ে গিয়েছে। ফলে আগামী দিনে সংক্রমণ খোঁজার প্রশ্নে ওই ফেলুদা স্ট্রিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। নভেম্বরের শেষ সপ্তাহে দিল্লিতে প্রথম ওই স্ট্রিপ বাণিজ্যিক ভাবে ব্যবহার করার কথা ভাবা হয়েছে। ওই পেপার স্ট্রিপ রোগীদের নমুনার ভিত্তিতে কোভিডের ভাইরাল স্ট্রেনকে আলাদা করে শনাক্ত করতে পারবে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের মতে, ইতিমধ্যেই প্রায় দু’হাজার রোগীর উপরে ওই প্রয়োজনীয় পরীক্ষা করে সফল হয়েছেন গবেষকরা। দেখা গিয়েছে ৯৬% ক্ষেত্রে নিখুঁত ভাবে সংক্রমণকে চিহ্নিত করতে সফল হয়েছে ওই স্ট্রিপ। বাণিজ্যিক ভাবে ওই স্ট্রিপ বাজারে আনছে টাটা সন্স সংস্থা। ওই আবিষ্কারের পিছনে রয়েছেন দিল্লির ইনস্টিটিউট অব জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (আইজিআইবি)-এর দুই বাঙালি বিজ্ঞানী সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। গোটা প্রক্রিয়াটির নাম হল ‘এফএনসিএএস৯ এডিটর লিমিটেড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে’— ইংরেজিতে সংক্ষেপে ফেলুদা।

Advertisement

আরও পড়ুন: প্লাজ়মা চিকিৎসা পদ্ধতি নিয়ে নতুন নির্দেশিকা

আরও পড়ুন: করোনা, সার্স, মার্সে আক্রান্ত কর্মীদের কোয়রান্টিন ছুটি

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন