Coronavirus in India

অপ্রয়োজনে বাড়ি থেকে বেরলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে ‘আমি সমাজের শত্রু’ পোস্টার

সোমবার এমনই কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বেরনো কয়েকজন যুবকের হাতে পোস্টার ধরানো হয়েছে। সেখানে হিন্দিতে লেখা, “আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকব না।”

Advertisement

সংবাদ সংস্থা

মন্দসৌর শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১২:৫২
Share:

'আমি সমাজের শত্রু'। ছবি: টুইটার থেকে নেওয়া।

দেশ জুড়ে লকডাউনের পরিস্থিতি। প্রশাসনের তরফে বার বার বলা হচ্ছেবাড়িতেই থাকুন। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরতে বারণ করা হচ্ছে। কিন্তু সেই বারণ না শুনে অনেকেই নিজের, পরিবার বা অন্যদের বিপদ ডেকে আনছেন। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে অভিনব পন্থা নিল মধ্যপ্রদেশের মন্দসৌরের পুলিশ। যাঁরা এমনভাবে বাড়ির বাইরে বেরচ্ছেন, তাঁদের হাতে একটি পোস্টার ধরিয়ে ছবি তোলা হচ্ছে।এবং সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই তাদের টুইটার হ্যান্ডলে সোমবার এমনই কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বেরনো কয়েকজন যুবকের হাতে পোস্টার ধরানো হয়েছে। সেখানে হিন্দিতে লেখা, “আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকব না।”

টুইটের পোস্টার হাতে দুই যুবকের সঙ্গে এক পুলিশ কর্মীকেও দেখা যাচ্ছে। তবে কারও মুখ দেখা যাচ্ছে না। গোটা বিষয়টি নিয়ে এএসপি হিতেশ চৌধুরি জানিয়েছেন, তাঁরা 'সামাজিক পরীক্ষা' হিসেবে এই পদক্ষেপ করছেন, যাতে মানুষ ঘরেই থাকেন।

Advertisement

আরও পড়ুন: বাড়িতেই ফ্রিতে পৌঁছে যাচ্ছে পিৎজা, মিলছে বিনামূল্যে থাকার জায়গাও

আরও পড়ুন: কমছে দূষণ, লকডাউনের মুম্বইয়ের তটের কাছে এসে খেলা করছে ডলফিন

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন