COVID 19

Covid 19: দেশে সামান্য কমল নতুন আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০৮

দেশের মোট দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি কেরলে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮২ জন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১১:১২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে সামান্য বাড়ল নতুন করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ২.৪৫ শতাংশ। সামান্য বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও।

Advertisement

দেশের মোট দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি কেরলে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮২ জন। তার পরই রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৩০।

তবে দিল্লির পরিস্থিতি অনেকটাই শুধরেছে। পর পর চার দিন এখানে মৃত্যুর সংখ্যা শূন্য। নতুন আক্রান্তের সংখ্যা ৫৫। অন্য দিকে, ওড়িশায় শিশুদের মধ্যে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়ায় একটা উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

দেশে ৬৮ কোটির বেশি মানুষের ইতিমধ্যেই টিকাকরণ হয়ে গিয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকাকরণ হয়েছে প্রায় ৭২ লক্ষ মানুষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন