Coronavirus

দেশে আক্রান্ত ৪৬৭, মৃত ৯, বিশ্বে মৃত্যু ছাড়াল ১৫ হাজার: করোনা আপডেট এক নজরে

দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্র ও কেরলে। দেশি-বিদেশি মিলিয়ে এই দুই রাজ্যে ইতিমধ্যেই ৬৭ জন সংক্রমিত হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ১১:৪৬
Share:

করোনার সংক্রমণ রুখতে চলছে দেশের নানা প্রান্তে স্বাস্থ্য পরীক্ষা। ছবি: পিটিআই।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৪৬৭। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্র ও কেরলে। দেশি-বিদেশি মিলিয়ে এই দুই রাজ্যে ইতিমধ্যেই ৬৭ জন সংক্রমিত হয়েছেন। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭। তবে এ দিন বিকেলে কলকাতায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হওয়ায় সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সংক্রমিত হওয়া ৩৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

Advertisement

ইউরোপীয় দেশগুলোর মতো যাতে সংক্রমণ হু হু করে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ করছে প্রশাসন। আংশিক লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান এবং বিহার, পঞ্জাব। মুম্বই সম্পূর্ণ শাটডাউন। দিল্লিতেও একই রকম পরিস্থিতি।

সংক্রমণ আটকাতে দেশের ২২টি রাজ্যের ৭৫টি জেলায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র, কেরল, দিল্লি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, উত্তরপ্রদেশেই এমন জেলার সংখ্যা বেশি। তালিকায় রয়েছে অরুণাচলপ্রদেশও। মুম্বই, আমদাবাদ, গুরুগ্রাম, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও কলকাতার মতো শহরগুলিকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এ দিন বিকেল ৫টা থেকেই পশ্চিমবঙ্গের পুর-শহরগুলিকেও লকডাউন করে দেওয়া হচ্ছে।

Advertisement

অন্য দিকে, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ৫৪ হাজার ৬৭৭-এ পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৫ হাজার ৪৩৬। সংক্রমণ ছড়িয়েছে ১৬৭টি দেশে। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার। সংক্রমণের দিক থেকে শীর্ষেই রয়েছে চিন। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইটালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৯ হাজার। তবে মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইটালি। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার মানুষের।

রাজ্য

• রাজ্যে করোনায় প্রথম মৃত্যু হল কলকাতায়। মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা ছিলেন।

• ঘরবন্দি থেকে আজ থেকেই রাজ্যের মানুষের লড়াই শুরু হচ্ছে করোনার বিরুদ্ধে।

• বিকেল ৫টা থেকে রাজ্যের পুর-শহরগুলোতে লকডাউন চালু হচ্ছে। কার্যকরী থাকবে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত।

• কলকাতা পুর এলাকা, উত্তর দিনাজপুর, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম বর্ধমানে পুরোপুরি এবং বাছাই করা জেলা শহরে এই লকডাউন চালু হচ্ছে।

• একই নিষেধাজ্ঞা থাকবে সল্টলেক, নিউ টাউন-সহ উত্তর ২৪ পরগনার সমস্ত পুর-শহরেও।

• গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে ‘সার্বিক সুরক্ষা বিধিনিষেধ’ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

• বন্ধ থাকবে বাস, ট্যাক্সি, অটো-সহ সব ধরনের গণপরিবহণ এবং দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, গুদাম।

• জরুরি প্রয়োজন ছাড়া রাজ্যবাসীকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে সরকার।

• সাত জন বা তার বেশি লোক এক জায়গায় জড়ো না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছ। সেই সঙ্গে বলা হয়েছে, নির্দেশিকা না মানলে আইনত পদক্ষেপ করা হবে।

দেশ

• ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল কেরল সরকার।

• জনতা কার্ফু লঙ্ঘনের অভিযোগে মোরাদাবাদে ১৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

• ৭ জেলায় কার্ফু জারি হরিয়ানায়। বন্ধ করে দেওয়া হল রাজ্যের সীমানাও।

• লকডাউন ঘোষণা সত্ত্বেও জমায়েত আটকানো যাচ্ছে না। তার জেরে এ বার রাজ্য জুড়ে কার্ফু ঘোষণা করল পঞ্জাব সরকার।

• ৩১ মার্চ পর্যন্ত লকডাউন পুদুচেরি।

• অনির্দিষ্টকালের জন্য লোকসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হল।

• মঙ্গলবার মধ্যরাত থেকে সমস্ত অন্তর্দেশীয় উড়ান বন্ধ হয়ে যাবে।

• করোনা নিয়ে ভুয়ো খবর রুখতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে পদক্ষেপ করতে বলল সরকার।

• লকডাউন পরিস্থিতিকে গুরুত্ব দিন, দেশবাসীর উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• করোনার আতঙ্কে সোমবার বাজার খুলতেই ধস নামল শেয়ার বাজারে। ৪৫ মিনিটের মতো বন্ধ থাকে বাজার।

• বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই ২ হাজার ৩০৭ পয়েন্ট নেমে যায় সেনসেক্স। ৮৪২ পয়েন্ট নেমে যায় নিফটি।

• যাঁরা লকডাউন অমান্য করবেন তাঁদের বিরুদ্ধে ক়ড়া পদক্ষেপ করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিল কেন্দ্র।

• করোনা সংক্রান্ত সব তথ্য জানার জন্য ২৪x৭ টোল ফ্রি ন্যাশনাল হেল্পলাইন নম্বর চালু করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নম্বরগুলো হল—১০৭৫ অথবা ০১১-২৩৯৭৮০৪৬

• ২৭ মার্চ পর্যন্ত ব্রেথ অন্যানালাইজার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন: করোনা সতর্কতা: আজ থেকে ঘরবন্দি থেকেই লড়াই এই রাজ্যেও

আরও পড়ুন: কোভিড ১৯–এর ওষুধ এসে গেল? কী বলছেন চিকিৎসকরা

আন্তর্জাতিক

• ইরানে নতুন করে ১২৭ জনের মৃত্যু।

• সমস্ত উড়ান পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহি। কার্যকর হবে ২৫ মার্চ মধ্যরাত থেকে।

• বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার। মৃতের সংখ্যা সাড়ে ১৪ হাজার।

• মিশরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

• জেরুজালেম আল-আকসা মসজিদে প্রার্থনা স্থগিত।

• তাইওয়ানে নতুন করে ২৬ জন আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা ১৯৫।

• তাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২১।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন