National news

বান্দ্রা-কাণ্ডে ভিডিয়ো প্রচারে উস্কানি, গ্রেফতার অভিযুক্ত যুবক

বিনোদের দাবি ছিল, শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ৪০টি বাসের বন্দোবস্ত করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৬:১৪
Share:

ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের এক ব্যক্তির উস্কানিমূলক প্রচারের জেরেই বান্দ্রায় ভিড় করেছিলেন হাজারো পরিযায়ী শ্রমিক। বুধবার এই অভিযোগে বিনোদ দুবে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বিনোদ ছাড়াও ভুল রিপোর্ট সম্প্রচারের অভিযোগে এক টেলিভিশন সাংবাদিককে আটক করা হয়েছে। সেই সঙ্গে অন্তত এক হাজার জনের বিরুদ্ধে দাঙ্গা বাধানোর অভিযোগে এফআইআর করেছে পুলিশ।

Advertisement

মুম্বই পুলিশ সূত্রে খবর, বিনোদকে তাঁর নবী মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই ফেসবুক এবং টুইটারে ‘চলো ঘর কি অওর’ নামে এক ভিডিয়ো-প্রচার শুরু করেছিলেন তিনি। তাতে সরকারের কাছে বিনোদের অনুরোধ, ১৪ এপ্রিল লকডাউন উঠে গেলেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে তাঁর দাবি, সরকার সে ব্যবস্থা না করলে তিনি নিজেই সে কাজ করবেন। এমনকি, শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ৪০টি বাসেরও বন্দোবস্ত করেছেন।

ওই ভিডিয়োতে বিনোদ বলেছেন, ‘‘রাজ্য সরকারের কাছে অনুরোধ, ১৪ এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হয়ে গেলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হোক। এক বার বাড়ি পৌঁছে গেলে তাঁদের সেখানে কোয়রান্টিনে পাঠানো যেতে পারে... ওঁরা এখানে (বাড়ি ফেরার জন্য) মরিয়া হয়ে উঠেছেন। করোনাভাইরাসে না মরলে, খিদের চোটেই মরে যাবেন... ।’’ সেই সঙ্গে ওই ভিডিয়োতে বিনোদের হুঁশিয়ারি, ‘‘আমরা ১৪-১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করব, যদি সরকার কিছু না করেন, তবে আমি, বিনোদ দুবে ওই পরিযায়ীদের সঙ্গে পায়ে হেঁটে যাত্রা শুরু করব।’’

Advertisement

আরও পড়ুন: লকডাউনে কোথায় ছাড়, কোথায় নয়, দেখে নিন

পুলিশ জানিয়েছে, আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা বিনোদ নিজেকে শ্রমিক নেতা বলে পরিচয় দেন। মুম্বইতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান তিনি। এর আগে রাজ্যে উত্তর ভারতের শ্রমিকদের সঙ্গে মিছিলেও শামিল হয়েছেন। এক বার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেকেও একটি মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে রাজ্যে উত্তর ভারতের শ্রমিকদের জন্য কোনও সাহায্য করা যায়। ভোটে দাঁড়াতেও দেখা গিয়েছে বিনোদকে।

ওই ভিডিয়োতে বিনোদ জানিয়েছেন, লকডাউনের ফলে ভিন্‌ রাজ্যের শ্রমিকেরা কাজ হারিয়ে আশ্রয়হীন দশায় দিন কাটাচ্ছেন মহারাষ্ট্রে। নিজেদের বাড়ি ফিরে যাওয়া বা মৃত্যু ছাড়া তাঁদের কাছে কোনও পথ খোলা নেই।

আরও পড়ুন: করোনা-আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছুঁইছুঁই, দেশে মৃত বেড়ে ৩৭৭

বান্দ্রার বাসস্টপে ওই শ্রমিকদের জমায়েতের পিছনে বিনোদের ওই ভিডিয়ো-প্রচার বা গুজবই কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

গত কাল সকালে লকডাউনের মেয়াদ বাড়তেই বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন মহারাষ্ট্রের হাজার হাজার পরিযায়ী শ্রমিক। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে বিকেল ৩টে নাগাদ থেকেই মুম্বইয়ের বান্দ্রার বাসস্টপে ভিড় জমিয়ে থাকেন তাঁরা। অনেকেই কাজের দাবিতে সরব হন। ওই রাজ্যে কাজে ব্যবস্থা না হলে তাঁদের বাড়ি ফেরানোর দাবিতে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। যা ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ওই জমায়েতের ফলে রাজ্যের করোনা-সংক্রমিতের সংখ্যায় বড়সড় বৃদ্ধির আশঙ্কায় মহারাষ্ট্র প্রশাসন। বান্দ্রার ঘটনায় বিনোদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন