Coronavirus

‘রাত ৯টায় ৯মিনিট’— প্রধানমন্ত্রীর নির্দেশ মানুন, আর্জি জানাল রামকৃষ্ণ মিশন

করেনার লড়াইয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার আর্জিও জানানো হয়েছে ওই ভিডিয়োতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ১৭:৪৩
Share:

ভিডিয়ো বার্তায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। —ভিডিয়ো থেকে নেওয়া ছবি

আজ রাত ৯টায় ৯মিনিট বাড়ির আলো নিভিয়ে মোমবাতি-টর্চ, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে প্রধানমন্ত্রীর সেই আর্জি মেনে চলার আর্জি জানালেন রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষও। মঠের পক্ষ থেকে একটি ভিডিয়ো বার্তায় করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য নিয়মাবলী মেনে চলার কথাও বলা হয়েছে।

Advertisement

২২ মার্চ রবিবার জনতা কার্ফুর দিন তালি-থালি বাজানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর শুক্রবার সকালে এক ভিডিয়ো বার্তায় আজ রবিবার রাত ৯টায় ৯মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের টর্চ জ্বালাতে অনুরোধ করেছেন। এর পর গত কাল শনিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে একটি ভিডিও বার্তা আপলোড করা হয়। মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এবং দুই সহকারী সাধারণ সম্পাদক বোধাশ্বরানন্দ ও স্বামী বলভদ্রানন্দ যথাক্রমে ইংরেজি, হিন্দি ও বাংলায় বার্তা দিয়েছেন ওই ভিডিয়োতে।

তাঁদের বক্তব্য, ‘‘বিশ্ব জুড়ে করোনার ত্রাস চলছে, আমাদের দেশ তার বিরুদ্ধে সার্বিক ও সমবেত ভাবে লড়ে চলেছে। দেশের সব রাজ্যে এবং বিদেশেও ত্রাণের কাজ চালাচ্ছে রামকৃষ্ণ মিশন। দেশে ২১ দিনের লকডাউন চলছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ৫ এপ্রিল, রবিবার রাত ন’টায় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে রাখতে। ওই সময় বাড়ির সামনে মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেশের ১৩০ কোটি মানুষ যেন সমবেত ভাবে এই ভয়ঙ্কর মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।’’

Advertisement

আরও পড়ুন: প্রণব মনমোহনদের ফোন মোদীর, চাইলেন পরামর্শ, কথা মমতার সঙ্গেও

আরও পড়ুন: ১২ লক্ষ ছাড়াল বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত ৬৪ হাজারেরও বেশি

ওই ভিডিয়োতেই আহ্বান জানানো হয়েছে, ওই দিন সবাই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলুন। স্বামী বিবেকানন্দের উক্তি তুলে ধরে বলা হয়েছে, ‘‘স্বামী বিবেকানন্দ এক বার বলেছিলেন, ‘আমি চাই জগতের সমস্ত অশুভ শক্তির রুদ্ধে জগতের সমস্ত শুভ শক্তিকে ঐক্যবদ্ধ করতে’। আমরা যেন স্বামীজি যেমন বলেছেন, আমাদের শরীর, মন, বুদ্ধি ও অন্তরাত্মার শুভশক্তিকে এই ভয়ঙ্কর মহামারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করি।’’

করেনার লড়াইয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার আর্জিও জানানো হয়েছে ওই ভিডিয়োতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement