Coronavirus in India

COVID in India: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশের দৈনিক সংক্রমণ নামল পাঁচ হাজারের ঘরে

আক্রান্তের সংখ্যা কমলেও মঙ্গলবার বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৫২ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১০:২৭
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

ওমিক্রন নিয়ে যখন নতুন করে আতঙ্কের আবহেই আরও কমল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। পাঁচ হাজারের ঘরে নামল তা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন। দৈনিক সংক্রমণ গত এক মাসেরও বেশি সময় ধরে ১০ হাজারের নীচেই থাকছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৩ হাজার ৬৪৪।

Advertisement

আক্রান্তের সংখ্যা কমলেও মঙ্গলবার বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৫২ জনের। এর মধ্যে ২০৩ জনই কেরলে। বাকি সব রাজ্যে নিয়ন্ত্রণে রয়েছে মৃতের সংখ্যা। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা কম হতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। কমতে কমতে ইতিমধ্যেই তা এক লক্ষের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় কমেছে ২ হাজার ৪৬৩ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৮৮ হাজার ৯৯৩ জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন