Coronavirus in India

COVID in India: ১০ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ, ফেব্রুয়ারির পর প্রথম

আক্রান্তের পাশাপাশি দেশে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৯৭ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১০:১৬
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমে গেল ১০ হাজারের নীচে। এ বছর ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। এক দিনে এত কম সংখ্যক শেষ বার আক্রান্ত হয়েছিল ২ ফেব্রুয়ারি। তার পর করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে এবং লাফিয়ে বাড়তে থাকে দৈনিক আক্রান্ত। তা কমে ফের ১০ হাজারের নীচে নেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১।

Advertisement

আক্রান্তের পাশাপাশি দেশে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এর মধ্যে ১২৭ জনই কেরলের। বাকি রাজ্যগুলিতে নিয়ন্ত্রণে রয়েছে কোভিডের কারণে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২ জনের।

আক্রান্ত কম হতেই দেশে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে তিন হাজার ৩০৩। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৭৯৩ জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন