Coronavirus in India

COVID in India: ১০৪ দিন পর দৈনিক মৃত্যু ৫০০-র নীচে, উদ্বেগ কমছে না কেরল নিয়ে

গত কয়েক দিন ধরেই দেশের দৈনিক সংক্রমণ ৩৮ থেকে ৪২ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। সোমবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ ৩৮ হাজার ১৬৪।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ০৯:৪০
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

গত কয়েক দিন ধরেই দেশের দৈনিক সংক্রমণ ৩৮ থেকে ৪২ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। সোমবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ ৩৮ হাজার ১৬৪। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১১ লক্ষ ৪৪ হাজার ২২৯ জন।

Advertisement

তবে দৈনিক সংক্রমণ একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও কমছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৯ জন কোভ়িড রোগীর। দৈনিক রোগীর সংখ্যা প্রায় সাড়ে তিন মাস পর ৫০০-র কম হল। ৬ এপ্রিল শেষবার দেশের দৈনিক মৃত্যু ছিল ৫০০-র নীচে। তার পর বাড়তে বাড়তে চার হাজারও ছাড়য়েছিল তা। কমতে কমতে ১০৪ দিন পর ৫০০-র নীচে নামল।

দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না কেরল নিয়ে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার জন আক্রান্ত হয়েছে সে রাজ্যে। মহারাষ্ট্রে তা ৯ হাজার। অন্ধ্রপ্রদেশে গত ক’দিনে দৈনিক আক্রান্ত আড়াই হাজার থেকে বেড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু তামিলনাড়ুতে তা কমে দু’হাজারের কাছাকাছি। এ ছাড়া অসম, ওড়িশা এবং কর্নাটকের পরিস্থিতি যথেষ্টই লাগামছাড়া। মণিপুর-সহ উত্তরপূর্বের রাজ্য গুলি নতুন করে বাড়াচ্ছে চিন্তা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন