Coronavirus in India

COVID in India: দেশের দৈনিক সংক্রমণের প্রায় ৪৫ শতাংশ কেরলে, পরিস্থিতি খারাপ হচ্ছে মণিপুরেও

দেশের দৈনিক করোনা সংক্রমণ শুক্রবারের তুলনায় কিছুটা বাড়ল শনিবার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১০:০৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক করোনা সংক্রমণ শুক্রবারের তুলনায় কিছুটা বাড়ল শনিবার। বাড়লেও তা ৪০ হাজারের নীচেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯।

Advertisement

দেশের এই সংক্রমণের প্রায় ৪৫ শতাংশ কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ১৭ হাজার ৫১৮ জন। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ একটু কমে সাড়ে ৬ হাজারের কাছে নেমে এসেছে। কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সংক্রমণ দু’হাজারের নীচে রয়েছে গত কয়েকদিন ধরেই। অসম এবং ওড়িশাতেও সংক্রমণ কমে দু’হাজারের নীচে নেমেছে। তবে মণিপুরে পরিস্থিতির বদল হয়নি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৩০০-র কাছাকাছি। মণিপুরের মতো উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণ ৫০০-র আশপাশে থাকলেও সংক্রমণ বেড়েছে মিজোরাম, মেঘলয়, অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে।

সংক্রমণের পাশাপাশি দেশের দৈনিক মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে এখনও অবধি করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২০ হাজার ১৬ জনের। সংক্রমণ বৃদ্ধির জেরে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। সংক্রমণের হারও রয়েছে আড়াই শতাংশের কাছাকাছি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন