Coronavirus in India

৪০ দিন পর দৈনিক আক্রান্ত নামল ২ লক্ষের নীচে, মৃত্যু কমে প্রায় সাড়ে ৩ হাজার

১৪ এপ্রিল দেশে সংক্রমিত হয়েছিলেন ১.৮৪ লক্ষ। ১৫ এপ্রিল প্রথমবার তা দু’লক্ষ ছুঁয়েছিল। তার পর বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১০:১৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

২ লক্ষের নীচে নামল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল তা। ১৪ এপ্রিল দেশে সংক্রমিত হয়েছিলেন ১.৮৪ লক্ষ। ১৫ এপ্রিল প্রথমবার তা দু’লক্ষ ছুঁয়েছিল। তার পর বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্ত। কমতে কমতে মঙ্গলবার তা আবার দু’লক্ষের নীচে নামল।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাও কমেছে। করোনা ৩ হাজার ৫১১ জনের প্রাণ কেড়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের।

দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসাতেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। শুধু মাত্র তামিনাড়ুতেই দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্র (২২,১২২), কর্নাটক (২৫,৩১১) এবং কেরলে (১৭,৮২১) আগের থেকে অনেক কমেছে দৈনিক সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে তা ১৩ হাজারে কাছাকাছি। পশ্চিমবঙ্গেও একটু কমে ১৭ হাজারের ঘরে। ওড়িশাতে যদিও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। অসমে এখনও আক্রান্ত হচ্ছেন ৬ হাজারের বেশি। বাকি সব রাজ্যে ৫ হাজারের নীচে নেমেছে দৈনিক সংক্রমণ।উত্তরপ্রদেশে, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।

Advertisement

এই দৈনিক আক্রান্ত কম হতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন