Coronavirus in India

COVID in India: কেরলের সংক্রমণ পরিস্থিতি ফের লাগামছাড়া, দু’দিন ধরে দেশে বাড়ছে সক্রিয় রোগী

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। এর মধ্যে কেরলেই ৩০ হাজার ৭৭ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ০৯:৪৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। বৃহস্পতিবার তা ছিল ৪৬ হাজার ১৬৪। গত বছর থেকে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও শুক্রবার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের। সংক্রমণ এবং মৃত্যু কমলেও দেশে গত দু’দিন ধরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১১ হাজার ১৭৪ জন। এই বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯।

Advertisement

দেশের মোট আক্রান্তের প্রায় দুই তৃতীয়াংশই কেরলে। গত এক মাস ধরেই এই দক্ষিণী রাজ্যে সংক্রমণ হচ্ছিল অনেক বেশি। ১৫ থেকে ২০ হাজারের মধ্যে থাকছিল তা। কিন্তু সম্প্রতি ওনামের পর থেকেই একলাফে সে রাজ্যে সংক্রমণ বেড়েছে অনেকটাই। বৃহস্পতিবারের মতো শুক্রবারেও সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে অবশ্য আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের ঘরেই থাকছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৫৯), অন্ধ্রপ্রদেশ (১,৫৩৯), কর্নাটক (১,২১৩), মিজোরাম (৯০৫), ওড়িশা (৮৪৯), পশ্চিমবঙ্গ (৭১৭) এবং অসমে (৫৬২)। বাকি সব রাজ্যে আক্রান্ত ৫০০-র কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন