Coronavirus in India

COVID in India: দেশে ওমিক্রন আক্রান্ত ৬৫৩, দৈনিক সংক্রমণ থাকল সাড়ে ৬ হাজারের নীচেই

ওমিক্রন আক্রান্তের ১৬৭ জন মহারাষ্ট্রে, ১৬৫ জন দিল্লিতে। কেরল, তেলঙ্গানা, গুজরাত এবং রাজস্থানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৭, ৫৫, ৪৯ এবং ৪৬।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১১:৪৭
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ পর পর তিন দিন থাকল ছ’হাজারের ঘরেই। তবে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১।

Advertisement

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬০০ পেরিয়েছে। এখনও পর্যন্ত ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬৭ জন মহারাষ্ট্রে, ১৬৫ জন দিল্লিতে। কেরল, তেলঙ্গানা, গুজরাত এবং রাজস্থানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৭, ৫৫, ৪৯ এবং ৪৬। তামিলনাড়ু এবং‌ কর্নাটকে তা ৩৪ এবং ৩১। বাকি রাজ্যগুলিতে তা ১০-এর কম। তবে দেশে মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে ১৮৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

দেশের দৈনিক মৃত্যুর অধিকাংশই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৯৩ জনের। এর মধ্যে কেরলে ২৩৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যা অনুসারে, দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জন।

Advertisement

দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসতেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। ইতিমধ্যেই তা ৮০ হাজারের নীচে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৮৫ কমে, দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৫ হাজার ৪৫৬ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন