Covescheild

অক্সফোর্ড টিকার দ্বিতীয় ও তৃতীয় ধাপে হিউম্যান ট্রায়ালের ছাড়পত্র সেরাম ইনস্টিটিউটকে

দেশের ১৭টি শহরে ওই টিকার হিউম্যান ট্রায়াল চলবে। ১ হাজার ৬০০ মানুষের উপর ওই টিকা পরীক্ষা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ১৭:৩৩
Share:

‘কোভশিল্ড’-এর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়ালে ছাড়পত্র।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বে আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকা। বিভিন্ন দেশেই ওই টিকা মানবশরীরে পরীক্ষা (হিউম্যান ট্রায়াল) করে দেখা হচ্ছে। সেই পরীক্ষার শেষ দুই ধাপের জন্য এ বার পুনের সেরাম ইনস্টিটিউটকে সবুজ সঙ্কেত দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, সেরাম ইনস্টিটিউটকে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে হিউম্যান ট্রায়াল চালিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছেন ডিসিজিআই ভিজি সোমানি। সেরাম ইনস্টিটিউটের দেওয়া নানা প্রস্তাব খতিয়ে দেখার পরেই শুক্রবার একটি বিশেষজ্ঞ কমিটি হিউম্যান ট্রায়াল চালানোর জন্য অনুমোদন দেয়। তার পর রবিবার আনুষ্ঠানিক ভাবে পুনের ওই প্রতিষ্ঠানটিকে হিউম্যান ট্রায়াল শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। ‘কোভশিল্ড’ নামে ওই টিকা দুটি পর্বে হিউম্যান ট্রায়ালে ছাড়পত্র মেলার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।

সুইডিশ-ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রা জেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সেরাম ইনস্টিটিউট। অ্যাস্ট্রা জেনেকার সঙ্গে হাত মিলিয়ে টিকা তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ডিসিজিআই সূত্রে জানা গিয়েছে, পুণের ওই টিকা প্রস্তুতকারক সংস্থা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ১৮ বছরের বে‌শি বয়স্ক প্রায় ১ হাজার ৬০০ মানুষের উপর ওই টিকা পরীক্ষা করতে চলেছে। দিল্লি, যোধপুর, পুণে, পটনা, চণ্ডীগড়, গোরখপুর, বিশাখাপত্তনম, মহীশূর, মুম্বই-সহ ১৭টি শহরে ওই টিকার হিউম্যান ট্রায়াল চলবে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘যন্ত্রণাহীন মৃত্যুর উপায়’ সার্চ করেছিলেন সুশান্ত, বলছে মুম্বই পুলিশ

হিউম্যান ট্রায়াল চালানোর জন্য করোনায় সংক্রান্ত চিকিৎসার জন্য নির্দিষ্ট সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)-র কাছে প্রস্তাব জমা দিয়েছিল সেরাম ইনস্টিটিউট। সেই প্রস্তাবগুলিতে অন্তত আটটি সংশোধনী আনতে চাইছিল ওই কমিটি। তার মধ্যে দেশের কতগুলি শহরে হিউম্যান ট্রায়াল চলবে তাও ছিল অন্যতম। প্রস্তাব দ্রুত সংশোধন করে ফের এসইসি-র কাছে প্রস্তাব জমা দেওয়া হয়। তার পরই ছাড়পত্র মেলার পথ কার্যত শক্তপোক্ত হয়ে যায়। ভারত এবং আন্তর্জাতিক স্তরে ‘কোভশিল্ড’-এর হিউম্যান ট্রায়ালের উপর এখন নজর রাখতে শুরু করেছে গোটা দুনিয়া।

আরও পড়ুন: রিয়া ‘নিরুদ্দেশ’, লুকআউট নোটিস জারির ভাবনা বিহার পুলিশের

পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে ‘কোভশিল্ড’-এর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল চলছে। ব্রিটেনে দ্বিতায় ধাপে, ব্রাজিলে তৃতীয় ধাপে এবং দক্ষিণ আফ্রিকায় প্রথম ও দ্বিতীয় ধাপে ওই পরীক্ষা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন