শিশুর শ্লীলতাহানি, গ্রেফতার কাউন্সিলর

এক শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে আগরতলা পুরনিগমের আরএসপি কাউন্সিলর মৃণ্ময় সেনকে পুলিশ গ্রেফতার করল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৭
Share:

এক শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে আগরতলা পুরনিগমের আরএসপি কাউন্সিলর মৃণ্ময় সেনকে পুলিশ গ্রেফতার করল।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, পাঁচ বছরের ওই শিশুটি একটি নার্সারি স্কুলের ছাত্রী। সেই স্কুলটি চালান অভিযুক্ত কাউন্সিলর নিজেই। সেখানেই ওই শিশুটির উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে শিশুটির বাবা থানায় বৃহস্পতিবার অভিযোগ করেন। তারই ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে থানায় ধরে নিয়ে আসে। টানা কয়েক ঘণ্টা জেরা চালানোর পরে বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানান, ‘‘অভিযুক্ত কাউন্সিলরকে শুক্রবারই আদালতে তোলা হবে।’’ আরএসপির রাজ্য সম্পাদক সুদর্শন ভট্টাচার্য দলীয় সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বলেন, ‘‘ মৃণ্ময় সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত স্পর্শকাতর।’’ বিষয়টি নিয়ে আরএসপির রাজ্য নেতৃত্বের তরফে অনুসন্ধান চালানো হবে।

Advertisement

অভিযুক্ত কাউন্সিলর মৃণ্ময় সেনের দলীয় সদস্যপদ থাকবে কিনা, দলীয় বৈঠকেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুদর্শনবাবু জানান। অভিযুক্ত কাউন্সিলরকে শহরের এক মহিলা থানায় নিয়ে আসা হলে, অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভও দেখান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement