national News

৫ পয়সায় মিলবে ১ লিটার জল! জানালেন গডকড়ী

তিনি আরও জানান, সমুদ্রের জলকে পানযোগ্য করতে তুলতে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর তুতিকোরিনে।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৪:৩৮
Share:

সমুদ্রের জল থেকে তৈরি করা হবে পানীয় জল। আর সেই জল লিটার প্রতি ৫ পয়সা মূল্যে দেওয়া হবে দেশবাসীকে। শনিবার মধ্যপ্রদেশের বান্দ্রাভনে নদী মহোত্সবের উদ্বোধন করতে গিয়ে এ কথাই জানালেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী নিতিন গডকড়ী।

Advertisement

তিনি আরও জানান, সমুদ্রের জলকে পানযোগ্য করতে তুলতে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর তুতিকোরিনে। জল নিয়ে লড়াই দেখেছে এ দেশ। নদীর জলবন্টন নিয়ে কয়েকটি রাজ্য নিজেদের মধ্যে লড়াই করছে। এ বিষয়ে গডকড়ীর মন্তব্য, ‘‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে, এ দেশের কিছু রাজ্য জল নিয়ে লড়াইয়ে মেতে রয়েছে। কিন্তু এমন তিনটি নদী আছে যেগুলোর জল যে পাকিস্তানে যাচ্ছে, কারও সে দিকে খেয়াল আছে! এ বিষয়ে কোনও সংবাদমাধ্যম যেমন লেখে না, তেমনই কোনও বিধায়ক সেই নদীগুলোর জলপ্রবাহকে আটকানোর জন্য দাবি তোলেন না।’’

যে ভাবে ভূগর্ভের জলস্তর নেমে যাচ্ছে, তাতে আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে জলসঙ্কট আরও বাড়বে। তাই জল সংরক্ষণ করা যে জরুরি, এ দিন সে কথা মনে করিয়ে দেন মন্ত্রী। তিনি বলেন, “জল, অরণ্য, ভূমি, প্রাণী— এগুলো সবই ঈশ্বরের উপহার। এ সব যদি সংরক্ষণ করতে পারে ভারত, তবেই দেশের উন্নতি হবে।”

Advertisement

আরও পড়ুন: ‘মোদী চক’ বানিয়ে মাথা কাটা গেল বিজেপি কর্মীর বাবার

আরও পড়ুন: জেলে বসেই এমএ পড়ছেন প্রৌঢ় ফকরুদ্দিন

গডকড়ী আরও জানান, দেশের অনেক নদী সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে। জল অহেতুক নষ্ট না করে কী ভাবে কাজে লাগানো যায় সেটা দেখতে হবে। বিজ্ঞানসম্মত ভাবে যাতে কাজে লাগানো যায় সে দিকেও জোর দেওয়ার কথা বলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন