Bengaluru Couple Harassment

বেঙ্গালুরুতে পার্কের বাইরে হেনস্থা যুগলকে! ধৃত পাঁচ, নীতিপুলিশি সহ্য করা হবে না, হুঁশিয়ারি মন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পার্কের বাইরে বসেছিলেন এক তরুণ এবং তরুণী। তাঁরা গল্প করছিলেন। আচমকা সেখানে কয়েক জন যুবক আসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৩:২৮
Share:

বেঙ্গালুরুতে যুগলকে হেনস্থা। প্রতীকী ছবি।

বেঙ্গালুরুতে পার্কের বাইরে বসে থাকা যুগলকে হেনস্থার অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘এটা বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়। কর্নাটক উন্নয়নশীল রাজ্য। এখানে কোনও ধরনের নীতিপুলিশি সহ্য করা হবে না।’’

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পার্কের বাইরে বসেছিলেন এক তরুণ এবং তরুণী। তাঁরা গল্প করছিলেন। আচমকা সেখানে কয়েক জন যুবক আসেন। অভিযোগ, ওই তরুণ এবং তরুণীকে ঘিরে ধরে ধমকাতে শুরু করেন। কোথায় থাকেন, পরিবারে কে কে আছেন ইত্যাদি প্রশ্ন করতে থাকেন তাঁরা। সমানতালে দেওয়া হচ্ছিল হুমকি। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে আসে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।)

বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার গিরিশ জানিয়েছেন, একটি অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে এক কিশোরও রয়েছে। তবে পুলিশের দাবি, মারধরের কোনও ঘটনা ঘটেনি। তবে রাজ্যে এই ধরনের ঘটনা কোনও ভাবে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement