প্রতীকী ছবি।
বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে স্ত্রীর নাক কেটে নিলেন স্বামী। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুয়ায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাকেশ বিলওয়াল।
পুলিশ সুপার শিবদয়াল সিংহ জানিয়েছেন, বুধবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ার পরই মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্ত্রীকে সবসসময় সন্দেহ করতেন রাকেশ। তাঁর চালচলন নিয়ে নানা ভাবে হেনস্থা করতেন। শুধু তা-ই নয়, স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করতেন অভিযুক্ত ব্যক্তি।
পুলিশকে মহিলা জানিয়েছেন, গুজরাত থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় স্বামীর কাছে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তোলেন। তখন তিনি জানান, বাড়িতে গিয়ে এ বিষয়ে আলোচনা করবেন। মহিলার অভিযোগ, বাড়িতো পৌঁছোনোমাত্রই স্বামী তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। তার পর রাগের বশে নাকে ব্লেড চালিয়ে দেন। গভীর ভাবে ক্ষত হয় নাকে। মহিলা জানিয়েছেন, এই ঘটনার পর স্বামীই তাঁকে হাসপাতালে নিয়ে যান।
মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাকেশকে গ্রেফতার করা হয়েছে।