Jodhpur Murder Case

তিন সন্তানকে গলা কেটে খুনের পর আত্মহত্যার চেষ্টা মা-বাবার! স্তম্ভিত জোধপুরের পুলিশ

প্রথমে তিন সন্তানকে বিষ খাইয়ে, শ্বাসরোধ করে খুন। মৃত্যু নিশ্চিত করতে তিন শিশুকে হাতের শিরা, এমনকি গলাও কাটা হয়েছে। পরে আত্মহত্যার চেষ্টা মা-বাবার! জোধপুরে এই ঘটনায় স্তম্ভিত পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:০৫
Share:

—প্রতীকী চিত্র।

প্রথমে তিন সন্তানকে বিষ খাইয়ে, শ্বাসরোধ করে খুন। মৃত্যু নিশ্চিত করতে তিন শিশুকে হাতের শিরা, এমনকি গলাও কাটা হয়েছে। পরে আত্মহত্যার চেষ্টা মা-বাবার! জোধপুরে এই ঘটনায় স্তম্ভিত পুলিশ।

Advertisement

সোমবার রাতে জোধপুরের কোলু পাবুজি গ্রামে ঘটনাটি ঘটেছে। আত্মীয়স্বজন-পড়শিদের থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাদের মা-বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার পুজা আওয়ানা, মঙ্গলবার রাতে স্বামী শিবলাল এবং তাঁর স্ত্রী জতন দেবর মধ্যে বচসা হয়েছিল কিছু একটা বিষয় নিয়ে। তার পরেই ওই ঘটনা ঘটে। তাঁদের তিন সন্তান— ছেলে হরিশ (৯) এবং দুই কন্যা কিরণ (৫) এবং নাত্থু (৩)। তিন জনকেই বিষ খাইয়ে গলা টিপে খুন করার চেষ্টা করা হয় প্রথমে। তার পর ব্লেড দিয়ে হাতের শিরা কাটা হয়। শেষে ছুরি দিয়ে কাটা হয় গলা। এর পরে শিবলাল এবং জতন দু’জনেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি খালি বোতল মিলেছে। ওই বোতলেই বিষ ছিল বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও একটি ছুরি এবং ব্লেড মিলেছে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্য-কারণ খোঁজার চেষ্টা চলছে। তিন শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement