Man Fell in High Drain

দক্ষিণ কলকাতায় বাইক-সহ নর্দমায় পড়ে মৃত্যু যুবকের! অফিস যাওয়ার পথে দুর্ঘটনা, উদ্ধার হল দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রমাপদ পুরকাইত (৪৩)। সোনারপুরের বাসিন্দা ওই যুবক চৌরঙ্গি লেন এলাকার একটি অফিসে কাজ করতেন। অচৈতন্য অবস্থায় তাঁকে ড্রেন থেকে তোলা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নর্দমা থেকে উদ্ধার হল বাইক-আরোহী এক ব্যক্তির দেহ। রবিবার রাতে পশ্চিম বন্দর থানা এলাকায় নেপালি বস্তির কাছে পাহাড়পুর রোডের ধারে একটি নর্দমা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রমাপদ পুরকাইত (৪৩)। সোনারপুরের বাসিন্দা ওই যুবক চৌরঙ্গি লেন এলাকার একটি অফিসে কাজ করতেন। অচৈতন্য অবস্থায় তাঁকে ড্রেন থেকে তোলা হয়। পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত প্রায় পৌনে ১ টা নাগাদ এলাকাবাসীরা দেখেন, এক যুবক বাইক-সহ রাস্তার ধারের নর্দমায় পড়ে গিয়েছেন। ওই ব্যক্তি সোনারপুর রোডের দিকে যাচ্ছিলেন। মাঝে কোনও ভাবে নেপালি বস্তির কাছে পাহাড়পুর রোডের পাশের নর্দমায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা কর্তব্যরত পুলিশকর্মীকে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, নর্দমার ভিতর উপুড় হয়ে ভাসছেন ওই যুবক। নর্দমায় পড়ে রয়েছে বাইকটিও। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তাঁর নাম রমাপদ। বাড়ি সোনারপুরের খুড়িগাছি এলাকায়। রবিবার রাত ৯টা নাগাদ নাইট ডিউটিতে যাওয়ার জন্য বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সময় পেরিয়ে গেলেও অফিসে পৌঁছোননি রমাপদ। সহকর্মীরা বার বার ফোন করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই যুবক নিয়মিত মদ্যপান করতেন। তবে ঘটনার সময় তিনি মত্ত ছিলেন কি না, কী ভাবেই বা তিনি ওই নর্দমায় পড়ে গেলেন, সে সব এখনও স্পষ্ট নয়। সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের মোটরবাইকটিও উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement