Patuli

পাটুলিতে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার! প্রাক্তন একত্রবাস সঙ্গীকে দায়ী করল পরিবার, খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সঙ্গীতা পাত্র (৩০)। দীর্ঘ দিন ধরে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। দু’জনে একত্রবাসে ছিলেন বলেও মৃতার পরিবারের দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

যুবতীর ঝুলন্ত দেহ মিলল দক্ষিণ কলকাতার পাটুলিতে! রবিবার নিজের বাড়ি থেকেই যুবতীর দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় মেয়ের প্রাক্তন একত্রবাস সঙ্গীর দিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছে মৃতার পরিবার। তাঁদের দাবি, সম্পর্কে টানাপড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই যুবতী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সঙ্গীতা পাত্র (৩০)। দীর্ঘ দিন ধরে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। দু’জনে একত্রবাসে ছিলেন বলেও মৃতার পরিবারের দাবি। সঙ্গীতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই যুবক। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। ওই যুবক অন্য একটি সম্পর্কেও জড়িয়ে পড়েন বলে মৃতার পরিবার সূত্রে খবর। এর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সঙ্গীতা। শেষমেশ রবিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

যুবতীর মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সম্পর্কে টানাপড়েনের জেরেই ওই যুবতী আত্মঘাতী হয়েছেন, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সে সব খতিয়ে দেখা হচ্ছে। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement