Covaxin

রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করছে কোভ্যাক্সিন, দাবি সংস্থারই রিপোর্টে

বুধবার প্রথম হিউম্যান ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্টে এমনটাই দাবি করেছে হায়দরাবাদের ওই সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২২:১৮
Share:

প্রতীকী ছবি।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে ভারত বায়োটেকের তৈরি করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিন। ওই টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করছে। মেলেনি তার কোনও বিরূপ প্রতিক্রিয়াও। বুধবার প্রথম হিউম্যান ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্টে এমনটাই দাবি করেছে হায়দরাবাদের ওই সংস্থাটি।

Advertisement

ভারত বায়োটেকের দাবি, যাঁদের উপর ওই টিকার পরীক্ষা চালানো হচ্ছে তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রথম বার টিকাকরণের পর ইনজেকশন দেওয়ার স্থানে ব্যথা ইত্যাদির মতো সাময়িক কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল স্বেচ্ছাসেবকদের মধ্যে। পরে তা স্বাভাবিক ভাবেই কেটে যায় বলে দাবি টিকা প্রস্তুতকারক সংস্থাটির।

তবে গত ৩০ জুলাই এক স্বেচ্ছাসেবককে ওই টিকা দেওয়ার পর তাঁর জ্বর এবং মাথাযন্ত্রণার মতো উপসর্গ দেখা দেয়। সেই ঘটনাটিকে ‘গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া’ হিসাবেই চিহ্নিত করা হয়েছে। পরে ওই স্বেচ্ছাসেবক করোনাতেও আক্রান্ত হন। তাদের তৈরি টিকাকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছে ভারত বায়োটেক। কিন্তু হিউম্যান ট্রায়ালের সমস্ত তথ্য বিশ্লেষণ করে দেখার পরেই তাদের সবুজ সঙ্কেত দেওয়া হবে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে সংস্থার কাছে আরও তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের ১৮টি জায়গায় ২২ হাজার স্বেচ্ছাসেবকের উপর মোট ৩ ধাপে ট্রায়াল। কোভ্যাক্সিন-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বর্তমানে।

Advertisement

আরও পড়ুন: স্পিকার ডাকলে আবার এসে তাঁর হাতেই ইস্তফা দিয়ে যাবেন ‘মুক্ত’ শুভেন্দু

আরও পড়ুন: ‘নিজের আগুনেই ছাই হবে তৃণমূল’, ‘ধর্মনিরপেক্ষ’ শুভেন্দুকে শুভেচ্ছা মান্নানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন