Covid

Covid India: আরও কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হল ৫ লক্ষ ২৪ হাজার ১০৩ জনের। দৈনিক করোনা সংক্রমণের হার ০.৪৭ শতাংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১০:০২
Share:

ফাইল ছবি।

দেশে ফের কিছুটা কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া দৈনিক করোনা পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,২৮৮ জন। যা সোমবারের তুলনায় কম। সোমবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,২০৭ জন। দৈনিক করোনা সংক্রমণের হার ০.৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে সরকারি হিসেবে দেশে করোনায় মোট মৃত্যু হল ৫ লক্ষ ২৪ হাজার ১০৩ জনের। সোমবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২৯ জনের।

Advertisement

দৈনিক করোনা বুলেটিন বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০৪৪ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ২৫ লক্ষ ৬৩ হাজার ৯৪৯ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। তার মধ্যে কেরলে ছ’জনের মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, এই ছ’জনের আগেই করোনায় মৃত্যু হয়েছিল। কিন্তু এত দিন তা অনথিভুক্ত ছিল। অন্য দিকে রাজধানী দিল্লিতে মৃত্যু হয়েছে ৩ জনের, এক জনের মৃত্যু হয়েছে কর্নাটকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement