covid 19 india

Covid 19: বাড়ছে কোভিডের দাপট, টিকা নিয়েও আইআইএম অমদাবাদে আক্রান্ত পাঁচ পড়ুয়া

আবারও বাড়ছে করোনা সংক্রমণ। আইআইএম অমদাবাদে পাঁচ পড়ুয়া কোভিডে সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। যার জেরে কড়াকড়ি জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

অমদাবাদ শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ০৯:১১
Share:

প্রতীকী ছবি।

দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। গত কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে অমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিউট অব ম্যানেজমেন্টে (আইআইএম) কমপক্ষে পাঁচ পড়ুয়া করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তাদের প্রত্যেকেই টিকা নিয়েছেন।

Advertisement

আবার নতুন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণ ঘটায় তৎপরতা দেখা গিয়েছে কর্তৃপক্ষের মধ্যে। আইআইএম অমদাবাদে বিধিনিষেধ জারি করা হয়েছে। যাঁরা সংক্রমিত পড়ুয়াদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোভিড পরীক্ষা করার ব্যবস্থা করছে অমদাবাদ পুরসভা।

Advertisement

বিগত কয়েক দিনে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনার দাপট লক্ষ করা যাচ্ছে। গুজরাত আইন বিশ্ববিদ্যালয়ে ৬০ জনেরও বেশি কোভিড আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে। অন্য দিকে, দেশে দৈনিক সংক্রমণ ক্রমশ বাড়ছে। শুক্রবার ভারতে এক দিনে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। শনিবার এই সংখ্যা ১৩ হাজার পার করেছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন