Covid

Covid update: সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে দিল্লি, করোনা স্ফীতি নিয়ে বুধবার বৈঠকে মোদী

কেন্দ্রের কোভিড বুলেটিন অনুযায়ী, সংক্রমণের হার বেড়ে হল ০.৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১০:৩১
Share:

মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন তাঁরা। ফাইল চিত্র

পর পর টানা ছ’দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। সোমবার তা সামান্য কমে দাঁড়িয়েছে ২,৫৪১-এ। কেন্দ্রের কোভিড বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ০.৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০ জন। সুস্থ হয়েছেন ১,৮৬২ জন।

দেশ জুড়ে মোট ১৮৭ কোটি ৭১ লক্ষ ৯৫ হাজার ৭৮১ টিকাকরণ হয়েছে। দেশে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১,০৮৩)। এর পর রয়েছে হরিয়ানা (৪১৭), কেরল (২৮১) এবং উত্তরপ্রদেশ (২১২)।

Advertisement

চিকিৎসকেরা টিকাকরণের উপর বিশেষ জোর দিতে বলেছেন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন তাঁরা। এমনকি শারীরিক দূরত্ববিধিও মেনে চলার নির্দেশ দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, করোনা ফের মাথাচাড়া দিচ্ছে সারা বিশ্বে। এই পরিস্থিতিতে কী ভাবে করোনা মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন