Rahul Gandhi

COVID Data: কোভিড তথ্য নিয়ে সরকারকে ‘মিথ্যেবাদী’ বলায় রাহুলকে ‘শকুন’ বলে কটাক্ষ হর্ষবর্ধনের

হর্ষবর্ধন শুধুমাত্র রাহুলকে নিশানা করলেও, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তো বটেই, বিজ্ঞান পত্রিকাগুলিও ভারতের কোভিড পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মে ২০২১ ২১:২৭
Share:

কোভিড পরিসংখ্যান নিয়ে সরকারকে ‘মিথ্যেবাদী’ বলে কটাক্ষ রাহুলের, পাল্টা ‘শকুন’ বলে কটাক্ষ হর্ষবর্ধনের।

কেন্দ্রের কোভিড পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলায় এ বার রাহুল গাঁধীকে ‘শকুন’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভারত সরকার কোভিড পরিসংখ্যান লুকোচ্ছে বলে অভিযোগ তুলতে শুরু করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাতে সমর্থন জানিয়ে বুধবার প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারকে ‘মিথ্যেবাদী’ বলেন রাহুল। তা নিয়েই রাহুলের উদ্দেশে পাল্টা কটাক্ষ ছুড়ে দেন হর্ষবর্ধন।

Advertisement

মোদী সরকারের দেওয়া কোভিড পরিসংখ্যান আদৌ বিশ্বাসযোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার সংবাদপত্র ‘দ্য নিউইয়র্ক টাইমস’। বুধবার তার শিরোনাম তুলে ধরে টুইটারে রাহুল লেখেন, ‘সংখ্যা কখনও মিথ্যে বলে না, মিথ্যে বলে ভারত সরকার’।

‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন নিয়ে কোনও মন্তব্য না করলেও, রাহুলের টুইটে চটে ‘মেজাজ হারান’ হর্ষবর্ধন। টুইটারে লেখেন, ‘কংগ্রেসের ধারাই বজায় রাখছেন রাহুল। লাশের রাজনীতি করছেন। আজকাল গাছের উপর থেকে শকুন লুপ্ত হতে বসলেও, তাদের আত্মা পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো শকুনদের মধ্যে ভর করেছে। দিল্লির চেয়ে নিউইয়র্কের উপরই বেশি আস্থা রাহুল গাঁধীজির। পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো শকুনদের থেকেই লাশের রাজনীতি শিখতে হবে’।

Advertisement

তবে হর্ষবর্ধন শুধুমাত্র রাহুলকে নিশানা করলেও, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তো বটেই, বিজ্ঞান পত্রিকাগুলিও ভারতের কোভিড পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। অতিমারি সামাল দেওয়ায় মোদী সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেছে তারা। যদিও কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে নিশ্চুপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন