COVID-19

Covid-19 in Kerala: ২৪ ঘণ্টায় এক লাফে ৩১ শতাংশ সংক্রমণ বৃদ্ধি, ওনাম-আতঙ্কে কাঁপছে কেরল

কেরলে গত ২১ অগস্ট ‘ওনাম’ উদ্‌যাপন হয়েছে। বিভিন্ন জায়গায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আগামী ৭-১০ দিনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ০৭:০৩
Share:

কেরল ক্রমশ কেন্দ্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ফাইল চিত্র

কোভিড মোকাবিলায় কেরল ক্রমশ কেন্দ্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ওই দক্ষিণী রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ৩১ শতাংশ। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে ৩১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। রাজ্য প্রশাসনের আশঙ্কা, ‘ওনাম’-এর জন্য আগামী কয়েকদিনে সংক্রমণ আরও বাড়বে। আগামী এক মাস কোভিড পরিস্থিতির উপরে কড়া নজর রাখার কথা জানিয়েছে রাজ্য সরকার।

Advertisement

করোনার প্রথম ঢেউ সামাল দিয়ে গোটা দেশের সামনে দৃষ্টান্ত হয়ে উঠেছিল ‘কেরল মডেল’। কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছে, মহারাষ্ট্রের পাশাপাশি কেরলেও সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুাযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে ৩১ হাজার ৪৪৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১৫ জন কোভিড সংক্রমিতের। রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এর্নাকুলাম জেলায় গত ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ ছাড়া, ওই সময়ের মধ্যে তিনটি জেলায় সংক্রমণ সাড়ে তিন হাজারের উপরে। অন্য তিন জেলায় আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। সংক্রমণ এক হাজার ছাড়িয়েছে পাঁচটি জেলায়।

কেরলে গত ২১ অগস্ট ‘ওনাম’ উদ্‌যাপন হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। তাই আগামী ৭-১০ দিনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন