বিলেতে বক্তৃতার ডাক ইয়েচুরিকে

কুইন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান কমিউনিস্টস (গ্রেট ব্রিটেন)’ এবং অন্য একটি সাংস্কৃতিক ফোরাম ওই আলোচনার উদ্যোক্তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০১:১৯
Share:

সীতারাম ইয়েচুরি। —ফাইল চিত্র।

দলের অন্দরে যুদ্ধ জয়ের পরে বিলেত পাড়ি দিচ্ছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। একগুচ্ছ অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করতে আজ, বুধবার ইংল্যান্ড রওনা হচ্ছেন তিনি। সিপিএম সূত্রের খবর, বেলফাস্টে ‘ট্রাম্প-উত্তর দুনিয়ায় বাম বিকল্পের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনাচক্রে যোগ দেবেন তিনি। কুইন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান কমিউনিস্টস (গ্রেট ব্রিটেন)’ এবং অন্য একটি সাংস্কৃতিক ফোরাম ওই আলোচনার উদ্যোক্তা।

Advertisement

পর দিন, ৪ মে ডাবলিনে একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মে দিবস পালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইয়েচুরিকে।

তার পরে ৫ মে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ‘মার্ক্স মেমোরিয়াল লাইব্রেরি’র উদ্যোগে কার্ল মার্ক্সের রচনার বিষয়ে একটি অন্তর্জাতিক সম্মেলনে থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক। মার্ক্সের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে ওই সম্মেলনের আয়োজন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন