Maoist Leader

গণপতির ‘আত্মসমর্পণ’ সরকারি অপপ্রচার, দাবি মাওবাদী কেন্দ্রীয় কমিটির

মাওবাদী কেন্দ্রীয় কমিটি দাবি করেছে, গণপতির আত্মসমর্পণের ‘গল্প’ কেন্দ্রীয় সরকারের তৈরি করা। তাঁদের সংগঠন, শীর্ষ নেতৃত্বের সম্মানহানি করতে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা,

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৯
Share:

মাওবাদী কেন্দ্রীয় কমিটি দাবি করেছে, গণপতির আত্মসমর্পণের ‘গল্প’ কেন্দ্রীয় সরকারের তৈরি করা। গ্রাফিক:শৌভিক দেবনাথ।

শীর্ষ মাওবাদী নেতা গণপতি আত্মসমর্পণ করবেন বলে যে জল্পনা চলছে তা বিভ্রান্তিমূলক এবং অপপ্রচার বলে দাবি করল সিপিআই (মাওবাদী) সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

Advertisement

বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র অভয় একটি লিখিত বিবৃতিতে আত্মসমর্পণের কথা ভিত্তিহীন বলে দাবি করেছেন। এক পাতার ওই বিবৃতিতে স্বীকার করা হয়েছে যে, সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক মুপ্পালা লক্ষ্মণ রাও ওরফে গণপতি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ নন। সেই কারণেই দলের শীর্ষ পদ থেকে তিনি অব্যাহতি নিয়েছেন।

তবে অভয় দাবি করেছেন, ওই অসুস্থতার সঙ্গে গণপতির আত্মসমর্পণের কোনও যোগ নেই। মাওবাদী কেন্দ্রীয় কমিটি দাবি করেছে, গণপতির আত্মসমর্পণের ‘গল্প’ কেন্দ্রীয় সরকারের তৈরি করা। তাঁদের সংগঠন, শীর্ষ নেতৃত্বের সম্মানহানি করতে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

Advertisement

আরও পড়ুন: সেনায় মহিলাদের সাহায্য করা উচিত, তবে কত দূর পর্যন্ত? প্রশ্ন সুপ্রিম কোর্টের

গত কয়েকদিন ধরেই ছত্তীসগঢ় এবং তেলঙ্গানার পুলিশ মহলে জল্পনা চলছিল যে শীর্ষ এই মাওবাদী গেরিলা নেতা আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরতে চলেছেন। তিনি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে বার্তাও পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটা অংশ এ বিষয়ে কোনও তথ্য নেই বলেই জানিয়েছিলেন বুধবার। তাঁরা দাবি করেছিলেন, অবুঝমাঢ়ের গভীর জঙ্গলে মাওবাদীদের ডেরা থেকে যে রেডিয়োবার্তা চালাচালি হয়েছে, তাতে আড়ি পেতেও তাঁরা জানতে পেরেছেন যে, শীর্ষ মাওবাদী নেতৃত্বও গোটা বিষয়টি নিয়ে অন্ধকারে। যদিও ছত্তীসগঢ় পুলিশের একটি অংশ বেশ জোরের সঙ্গেই দাবি করেছিল যে, গণপতি অগস্ট মাসের শেষ দিকে অবুঝমাঢ় ছেড়ে তেলঙ্গানার দিকে রওনা দিয়েছেন।

তবে এ দিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গোটা বিষয়টি মিথ্যা বলে দাবি করায়, গণপতির আত্মসমর্পণ ঘিরে তৈরি হওয়া জল্পনা নতুন মাত্রা পেল।

আরও পড়ুন: লাদাখ-কাণ্ডের জন্য দায়ী চিন, জানাল বিদেশমন্ত্রক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন