CRPF Dog

মাওবাদী দমন অভিযানে গিয়ে পর পর ফুটল ২০০ মৌমাছির হুল! মৃত্যু আধাসেনার স্নিফার ডগের

মৌমাছির আক্রমণে মৃত্যু হল আধাসেনা বাহিনীক এক স্নিফার ডগের। ছত্তীসগঢ়-তেলঙ্গানা সীমানায় পাহাড়ি জঙ্গলে প্রায় ২০০ বার মৌমাছির হুল ফুটেছে কুকুরটির শরীরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ২১:০৫
Share:

প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ। —প্রতীকী ছবি।

ছত্তীসগঢ়-তেলঙ্গানা সীমানায় জঙ্গলে মাওবাদী দমন অভিযানে গিয়ে পর পর মৌমাছির আক্রমণে মৃত্যু হল আধাসেনা বাহিনীর এক স্নিফার ডগের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রায় ২০০টি মৌমাছির হুল ফুটেছে বাহিনীর ওই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শরীরে। দু’বছর বয়সি রোলো সিআরপিএফ জওয়ানদের সঙ্গে মাওবাদী দমন অভিযানে গিয়েছিল কোরগোতালু হিল্‌স এলাকায়। ওই অভিযানেই মৃত্যু হয় সিআরপিএফের ওই স্নিফার ডগের।

Advertisement

ছত্তীসগঢ়-তেলঙ্গানা সীমানার পাহাড়ি জঙ্গলে এপ্রিল মাস থেকে টানা অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। ২১ দিন ধরে চলা ওই অভিযান শেষ হয়েছে গত ১১ মে। এই অভিযানে আধাসেনা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত রোলোর দায়িত্ব ছিল বিস্ফোরক খুঁজে বের করা। কর্তৃব্যরত অবস্থায় গত ২৭ এপ্রিল মারা যায় কুকুরটি। সিআরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, রোলোকে সঙ্গে নিয়ে গত ২৭ এপ্রিল একটি তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই এক ঝাঁক মৌমাছি রোলোকে আক্রমণ করে। রোলোর দায়িত্বে যিনি ছিলেন, তিনি পলিথিন দিয়ে রোলোকে ঢাকার চেষ্টা করেন। মৌমাছির থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু পলিথিনের ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করে যায় মৌমাছি।

আধাসেনা জানিয়েছে, ওই সময় প্রায় ২০০টি মৌমাছি রোলোকে পর পর হুল ফোটায় এবং তাতে অজ্ঞান হয়ে যায় রোলো। সঙ্গে সঙ্গে তাঁর জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই স্নিফার ডগের। বাহিনী সূত্রে খবর, গত বছরের এপ্রিল মাস থেকে ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযানের সঙ্গে জড়িত ছিল রোলো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement