নিজের সার্ভিস বন্দুকের গুলিতে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, আত্মহত্যাই করেছেন সতীশ কুমার নামে ওই পুলিশকর্মী। মঙ্গলবার নিজের সার্ভিস বন্দুক দিয়ে নিজেকেই গুলি করেন সতীশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।