ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে আইইডি বিস্ফোরণস্থল। ছবি: সমাজমাধ্যম থেকে নেওয়া।
মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চলাকালীন বিস্ফোরণে নিহত হলেন এক আধাসেনা জওয়ান। শনিবার সকালে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলের ঘটনা।
পুলিশ জানিয়েছে, পশ্চিম সিংভূম জেলার সদর চাইবাসার অদূরে জ়ারাইকেলা থানার বাবুদেরা-সমতা এলাকায় গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের মাওবাদী দমনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জাগুয়ার বাহিনী। জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের পাতা ‘ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) বিস্ফোরণে সিআরপিএফের হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর (৪৫) গুরুতর জখম হন। ওড়িশায় রউরকেলার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জওয়ান অসমের বাসিন্দা। তিনি সিআরপিএফের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র ‘মুক্তাঞ্চল’ হিসেবে একদা পরিচিত ছিল সারান্ডা জঙ্গলের ওই অংশ। গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে সেখানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। গত মাসে সংঘর্ষে পশ্চিম সিংভূম জেলাতেই পিএলজিএ-র এরিয়া কমান্ডার অমিত হাঁসদা ওরফে আপ্তানের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় দাম ছিল ১০ লক্ষ টাকা।