Firing at Manipur

আধাসেনা ছাউনিতে গুলি চলল মণিপুরে! আত্মঘাতী হওয়ার আগে দু’জনকে হত্যা, জখম আরও আট

মণিপুরে সিআরপিএফ ছাউনিতে আত্মঘাতী এক জওয়ান। নিজে আত্মঘাতী হওয়ার আগে তিনি ছাউনির আরও দুই জওয়ানকে হত্যা করেন বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন আরও আট জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪০
Share:

মণিপুরে সিআরপিএফের ছাউনিতে আত্মঘাতী জওয়ান। মৃত্যুর আগে তিনি অপর দুই জওয়ানকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ। — প্রতীকী চিত্র।

মণিপুরে আধাসেনা বাহিনীর ছাউনিতে গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক জওয়ান। আত্মঘাতী হওয়ার আগে ছাউনির আরও দুই জওয়ানকে তিনি হত্যা করেন বলে অভিযোগ। গুলিতে জখম হয়েছেন আরও আট জন। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ইম্ফল পশ্চিম জেলার লাম্ফেলে সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ছাউনিতে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আত্মঘাতী জওয়ানের নাম সঞ্জয় কুমার। হাবিলদার পদের ওই জওয়ান সিআরপিএফের ১২০ নম্বর ব্যাটালিয়নে ছিলেন। আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, নিজের আগ্নেয়াস্ত্রেই প্রথমে আধাসেনা ছাউনির এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে গুলি করেন সঞ্জয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে দু’জনের। এর পরে বন্দুক নিজের দিকে ঘুরিয়ে নেন তিনি। গুলি চালান। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সঞ্জয়েরও। পিটিআই সূত্রে খবর, গুলি চলার সময়ে আরও আট জন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন।

জখম আট জওয়ানকে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস)-এ নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে আধাসেনা বাহিনীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পিটিআই সূত্রে খবর, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

ঘটনাচক্রে, বৃহস্পতিবার সন্ধ্যাতেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। দেড় বছরেরও বেশি সময় ধরে অশান্ত হয়ে রয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যটি। সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিংহ। গত রবিবার তাঁর ইস্তফার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীকে বেছে নিতে পারেনি বিজেপি। এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘোষণা করা হয়, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement